Heritage Gate: কোচবিহারে হেরিটেজ গেটের কাজ একাংশ শেষ! এক বছরের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি নির্মাণ সংস্থার
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Heritage Gate: দ্রুত গতিতে কাজ করার মধ্য দিয়ে কাজের একাংশই প্রায় শেষ করতে পেরেছে এই নির্মাণসংস্থা। এক বছরের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন নির্মাণ সংস্থার কর্ণধার
সার্থক পণ্ডিত, কোচবিহার: চার মাসের মধ্যেই প্রায় কাজের একাংশ শেষ হয়ে গিয়েছে কোচবিহার হেরিটেজ গেটের। কাজের শুরুতে দেড় বছরের বরাদ্দ সময় দেওয়া হয়েছিল নির্মাণ সংস্থাকে। তবে দ্রুত গতিতে কাজ করার মধ্য দিয়ে কাজের একাংশই প্রায় শেষ করতে পেরেছে এই নির্মাণসংস্থা। এক বছরের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন নির্মাণ সংস্থার কর্ণধার। আগামী মাসের এক তারিখে বন্ধ রাখা রাস্তার একটি অংশ খুলে দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে এই নির্মাণ সংস্থা। দ্রুত গতিতে কোচবিহারের হেরিটেজ গেট নির্মাণ কাজ চলার কারণে খুশি হয়ে রয়েছেন কোচবিহারের বাসিন্দারা। কোচবিহারের বুকে এই প্রথম কোনও হেরিটেজ গেট নির্মাণের কাজ করা হচ্ছে। কোচবিহার খাগড়াবাড়ি এলাকায় এই হেরিটেজ গেট নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে।
এই হেরিটেজ গেটের নির্মাণের বরাদ্দ পাওয়া নির্মাণ সংস্থার কর্ণধার গণেশ রাউথ জানান, "পিডব্লিউডি ডিভিশন থেকে নির্মাণ সংস্থাকে মোট দেড় বছরের বরাদ্দ সময় দেওয়া হয়েছিল এই হেরিটেজ নির্মাণের জন্য। তবে দ্রুত গতিতে কাজ করার মধ্য দিয়ে এই কাজ আনুমানিক এক বছরের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্মাণ সংস্থার। চার মাসের মধ্যেই হেরিটেজিক গেট নির্মাণের একাংশ সম্পন্ন হয়ে গিয়েছে। বর্তমানে রাস্তা বড় করার কাজ চলছে হেরিটেজের চারিপাশের। সামনের মাসের ১ তারিখে হেরিটেজ গেটের একাংশ খুলে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে রাস্তা বন্ধ থাকার কারণে সমস্যা হচ্ছে বহু মানুষের। তাই কিছুটা অংশ খুলে দিয়ে যানবাহন চলাচল করতে সুবিধা প্রদান করা হবে।"
advertisement
আরও পড়ুন : শিক্ষক আছে, কিন্তু নেই পড়ুয়া, অতীত স্মৃতি নিয়ে দাঁড়িয়ে সুন্দরবনের স্কুল
তবে কোচবিহার জেলার বুকে এই প্রথম কোনও হেরিটেজ গেট নির্মাণের কারণে খুশি হয়ে রয়েছেন কোচবিহার জেলার বাসিন্দারা। খাগড়াবাড়ি এলাকার রাস্তা বন্ধ থাকার কারণে দীর্ঘ সমস্যায় পড়তে হচ্ছে কোচবিহারের মানুষদের। তবে হেরিটেজ গেট নির্মাণের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এই বিষয়টি মেনে নিয়েছিলেন কোচবিহারের বাসিন্দারা। তাই হেরিটেজ গেট নির্মাণের কাজ দ্রুত গতিতে চলার কারণে হেরিটেজ গেট নির্মাণের আনন্দে যেন আলাদা মাত্রা যোগ করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন : হাতে ৩ ফুটের সাদা সরীসৃপ! সাপের ছোবলে আক্রান্ত সর্পবিশেষজ্ঞ সেই বিষধরটিকে নিয়েই হাজির হাসপাতালে
তবে এই হেরিটেজ গেট কোচবিহার জেলার ঐতিহ্যকে আরোও কয়েক গুণ বাড়িয়ে তুলবে তা নিঃসন্দেহে বলা সম্ভব। সম্পূর্ণ বিষয়টি তদারকির দায়িত্বে রয়েছে কোচবিহার সদর পিডব্লিউডি ডিভিশন। তারাও বেশ পরিকল্পনামাফিক গোটা বিষয়টা সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। যানজট এবং কোন প্রকার অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে রাস্তায় পুলিশকর্মীদের মোতায়েন রাখা হয়েছে সবসময়।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 5:35 PM IST