Agriculture News: ঘর সাজানো থেকে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে লাগে এই ফুল, জারবেরা চাষে হতে পারেন স্বনির্ভর!

Last Updated:

এই ফুল খুব সহজেই চাষ করা যায় স্বল্প জায়গায়। এবং খরচ ও হয় খুব সীমিত।

+
title=

#কোচবিহার: ঘর সাজানো হোক কিংবা হোক অনুষ্ঠানের সাজসজ্জা। সবেতেই বিভিন্ন ধরনের রঙ বেরঙের ফুল লেগে থেকে। তবে অনেকেই হয়তো ভাবেন যে এই ফুল আসে কোথা থেকে? অথবা কোথায় ফোটে এই ফুল? তবে জানিয়ে রাখা ভাল। এই ফুল আপনাদেরই এলাকা থেকে আসে। আপনাদের এলাকারই বেশ কিছু চাষিরা চাষ করে থাকেন এই বিভিন্ন ধরনের ফুল। মূলত এই ফুলগুলির মধ্যে অন্যতম হল জার্ভেরা নামের ফুলটি। এই ফুল খুব সহজেই চাষ করা যায় স্বল্প জায়গায়। এবং খরচ ও হয় খুব সীমিত। তবে সঠিক পদ্ধতি অবলম্বন করে এই ফুল চাষ করা হলে। এই ফুল বিক্রি করেও বেশ ভাল মুনাফার মুখ দেখা সম্ভব। তবে স্বল্প হোক কিংবা হোক বেশি জায়গা তাতে কোন অসুবিধাই নেই।
কোচবিহারের এক দুলাল সরকার চাষি এমনটাই জানাচ্ছেন। দীর্ঘ সময় ধরে এই ফুল চাষ করার মধ্যে দিয়েই তিনি আর্থিক লাভের মুখ দেখছেন। চাষি দুলাল সরকার জানাচ্ছেন, \"এই ফুল দেখতে যেমনটা সুন্দর তেমনি বিক্রিও হয় প্রচুর পরিমাণে। সারা বছর এই ফুলের চাহিদা থাকে একেবারেই বেশি। তবে সেই তুলনায় এই ফুলের যোগান থাকে অনেকটাই কম। তাই যে কেউ এই ফুল চাষ করলে আর্থিক ভাবে স্বনির্ভরতার মুখ দেখতে পারবেন। বর্তমানে তিনি তার বাড়ির এলাকায় এই ফুলের চাষ করছেন। তবে শুধুমাত্র এই ফুল বিক্রি করেই নয়। এই ফুলের চারা গাছ বিক্রিও করে চলেছেন তিনি প্রতিনিয়ত। তবে এই ফুলের দাম বাজারে রয়েছে যথেষ্টই।"
advertisement
advertisement
এই ফুল বাজারের প্রচুর ফুলের দোকান থেকে যেমন অর্ডার করা হয়ে থাকে। তেমনি প্রচুর ডেকরেশনের দোকান থেকেও করা হয়ে থাকে এই ফুলের অর্ডার। বিয়ের মরশুমে এই ফুলের চাহিদা সব চাইতে বেশি থাকে। তবে এই ফুল খুচরো বিক্রি করার চাইতে পাইকারি বিক্রি করলেই বেশি লাভবান হওয়া সম্ভব। এক রঙের ফুল এর চাইতে বেশ কয়েকটি রঙের ফুল চাষ করলে লাভ বেশি পাওয়া যায়। এই ফুল চাষ করতে খরচ হয় মাঝারি ধরনের। তবে লাভ হয় খুব বেশি। যেকোন মানুষ এই ফুল চাষ করতে পারেন। কিছুটা জমি ফাকা থাকলেই এই ফুল চাষ করে উঠিতে পারবেন যে কেউ। আর এই ফুলের চাহিদা সারাটা বছর একই রকম থাকে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Agriculture News: ঘর সাজানো থেকে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে লাগে এই ফুল, জারবেরা চাষে হতে পারেন স্বনির্ভর!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement