Cooch Behar: অঙ্গদানে বড় সুবিধা! এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হচ্ছে আই ব্যাঙ্ক

Last Updated:

এতদিন কোচবিহারের বুকে সরকারি ভাবে কোন আই-ব্যাংক ছিল না। তবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও পরিকল্পনায় দ্রুতই কোচবিহার চালু হতে চলেছে আই ব্যাংক।

+
আই-ব্যাঙ্ক

আই-ব্যাঙ্ক চালু হতে চলেছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে!

#কোচবিহার : এতদিন কোচবিহারের বুকে সরকারি ভাবে কোন আই-ব্যাংক ছিল না। তবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও পরিকল্পনায় দ্রুতই কোচবিহার চালু হতে চলেছে আই ব্যাংক। এই আই-ব্যাংক মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই জন্য সমস্ত রকম সুযোগ সুবিধার বিষয় মাথায় রেখেই কাজ সম্পন্ন করা হয়েছে এই বিশেষ পরিকাঠামোর। কোচবিহারের বহু মানুষ মৃত্যু পরবর্তী সময়ে অঙ্গ দান করে থাকলেও সেটি সঠিক ভাবে সরকারি উদ্যোগে সংরক্ষণ করে রাখার কোন ব্যবস্থা এতদিন ছিল না কোচবিহার জেলায়। তবে এই পরিকাঠামো তৈরি হলে কোচবিহারের চিকিৎসা ব্যবস্থার কিছুটা হলেও আরোও উন্নতি হবে বলে আশা করছেন কোচবিহারের মানুষেরা।
কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের গুগল ম্যাপ লিঙ্ক:
Maharaja Jitendra Narayan Medical College & Hospital
এই বিষয় নিয়ে মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের এমএসভিপি ডঃ রাজীব প্রসাদ বলেন, \"এই আইপ্যাড তৈরির পরিকল্পনা এবং উদ্যোগ সম্পূর্ণটাই স্বাস্থ্য দপ্তরের। আমাদের এখানে এই আই-ব্যাংক তৈরির বিষয় নিয়ে যা নির্দেশিকা রয়েছে আমরা সেই ভাবেই কাজ করছি। বর্তমানে জায়গা নির্ধারণ করা হয়েছে। এবং সেই মতন একটা প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে।\"
advertisement
advertisement
আরও পড়ুনঃ আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা নেই! চিন্তার ভাঁজ পাট চাষিদের কপালে
কোচবিহারের একাধিক অভিজ্ঞ চিকিৎসকদের বক্তব্য জেলা শহর কোচবিহারের বুকে একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হলেও তার পরিকাঠামোগত সেরকম খুব একটা উন্নয়ন করা হয়নি। তবে যদি এই আই-ব্যাংক স্থাপন করা হয়। তবে পরিকাঠামোগত কিছুটা হলেও উন্নতি হবে এই মেডিক্যাল কলেজটির।
advertisement
আরও পড়ুনঃ জল নিকাশের সমস্যা মেটাতে উদ্যোগী পৌরসভা, উদ্বোধন করা হল কালভার্ট
কোচবিহারের বাসিন্দারা জানান, \"কোচবিহারের মতন উত্তরবঙ্গের একটি প্রান্তিক জেলাতে একটা সময় মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছিল। তারপর ধীরে ধীরে কোচবিহারের চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটে। বর্তমানে সরকারি ভাবে যদি এখানে আই-ব্যাংক স্থাপন করা হয় তবে সত্যিই খুব ভালো হবে। ভবিষ্যতে চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে কোচবিহার এমনকি উত্তরবঙ্গের মানুষদেরও।\"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: অঙ্গদানে বড় সুবিধা! এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হচ্ছে আই ব্যাঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement