মেখলিগঞ্জ: কোচবিহার জেলার মেখলিগঞ্জের কাশিমের হাট এলাকায় পরকীয়ার সম্পর্কের জেরে এক ব্যক্তিকে খুঁটিতে বেধে রাখা হল। আর সেই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় জড়িত ব্যক্তির নাম সমুদ্দিন মিঁয়াএবং তাঁর বাড়ি ধুলিয়া হলদিয়া গ্রামে। রাতের দিকে আচমকাই ওই ব্যক্তিকে এলাকার এক মহিলার সঙ্গে মাখোমাখো অবস্থায় দেখেন এলাকার স্থানীয় মানুষেরা। তারপরেই সেই ব্যক্তিকে ধরে ফেলেন স্থানীয় মানুষ। তাঁকে বৈদ্যুতিক তারের একটি খুঁটির সঙ্গেও দীর্ঘ সময় বেঁধে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, দীর্ঘ সময় ধরেই ওই ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক লিপ্ত ছিলেন এলাকার ওই মহিলা। তবে এদিন এলাকার মানুষেরা হাতেনাতে ধরে ফেলেন দুজনকে। তারপর ওই ব্যক্তিকে বৈদ্যুতিক তারের খুঁটির সঙ্গে বেধে রাখা হয় দীর্ঘ সময় পর্যন্ত।
তারপর মেখলিগঞ্জ থানার পুলিশ এসে সেই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোটা এই বিষয়ে নিয়ে রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে এলাকায় যেন আরও কোনোও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেই জন্য পুলিশ মোতায়েন করা রয়েছে এলাকায়।
আরও দেখুনপুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, কাশিমের হাট এলাকায় এক মহিলার সঙ্গে এক ব্যক্তির বহির্ভূত সম্পর্কের কারণে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযুক্ত ব্যক্তিকে রীতিমত বৈদ্যুতিক তারের খুঁটির সাথে বেঁধে আটকে রাখা হয়েছিল। তবে পুলিশের কাছে খবর আসলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে গোটা ঘটনার কোন লিখিত অভিযোগ থানায় জমা করা হয়নি। তবে এলাকায় যেন কোন প্রকার অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
Sarthak Panditনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar, Extramarital affair