Durga Puja 2022 : কোচবিহারের মহারাজাদের প্রচলিত দুর্গাপুজোর অন্যতম বড় আকর্ষণ প্রাচীন এক পুঁথি

Last Updated:

Durga Puja 2022 : কোচবিহার ইতিহাস শুরু হয় আনুমানিক প্রায় সাড়ে সাতশ বছরের পুরনো ঐতিহ্যবাহী কান্তেশ্বর মহারাজের রাজত্ব দিয়ে। সেই সময় থেকেই কোচবিহারে হয়ে আসছে দুর্গা পুজো।

কোচবিহারের মহারাজাদের প্রচলিত দুর্গা পুজো আজও করা হয় প্রাচীন পুঁথি মেনেই!
কোচবিহারের মহারাজাদের প্রচলিত দুর্গা পুজো আজও করা হয় প্রাচীন পুঁথি মেনেই!
সার্থক পণ্ডিত,  কোচবিহার: কোচবিহারের ইতিহাস শুরু হয় সাড়ে সাতশ বছরের পুরনো ঐতিহ্যবাহী কান্তেশ্বর মহারাজের রাজত্ব দিয়ে। সেই সময় থেকেই কোচবিহারে হয়ে আসছে দুর্গা পুজো। কান্তেশ্বর মহারাজের কান্তেশ্বরী মন্দিরে দুর্গা বন্দনা হয়ে আসছে সেই সময় থেকে। পরবর্তীতে কোচ মহারাজার রাজত্বকালে এই পুজো স্থানান্তরিত হয়ে কোচবিহারে চলে আসে। প্রথমে পুজো শুরু হয় ভেটাগুড়ি রাজবাড়িতে, পরবর্তীতে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ আধুনিক দুর্গা পুজোর প্রচলন করেন মদনমোহন বাড়িতে। যদিও বা তার আগে থেকেই কোচবিহারে স্বপ্ন আদেশে প্রাপ্ত বড় দেবীর পুজো শুরু হয়ে গিয়েছিল। এই বড় দেবীর পুজোর বয়স প্রায় সাড়ে পাঁচশো বছর। কিন্তু এতসবের মধ্যেও যে জিনিসটি ছাড়া পুজো একেবারেই অসম্ভব তা হলো কোচবিহার মহারাজার ''পুজোর পুঁথি"।
খাগের কলমে লেখা তাল পাতার কাগজের ওপর দেবনাগরী হরফের এই পুঁথি ছাড়া কোন অবস্থাতেই সম্ভব নয় কোচবিহার মহারাজা প্রচলিত কোনও দুর্গাপুজা। নিয়ম নীতি সমস্ত কিছুই আলাদা এই পুঁথি অনুযায়ী। সাধারণভাবে পঞ্চমী বা ষষ্ঠী তিথি থেকে পুজো শুরু হয়, কিন্তু বড় দেবী বা মদনমোহন বাড়িতে পুজোর নিয়ম সম্পূর্ণ আলাদা। কোচবিহার মদনমোহন বাড়ির রাজ পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, "এই পুঁথি অনুযায়ী বড় দেবী এবং মদনমোহন বাড়ির পুজো শুরু হয় মহালয়ার দিন থেকে।  মহালয়ার দিন ঘট বসে। তারপর থেকে একটানা সাত দিন অর্থাৎ দশমী পর্যন্ত বিভিন্ন রীতিনীতি মেনে পুজো করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন :  ৪০০ বছর পার করে আজও অমলিন ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ির পুজো
সাধারণভাবে পুজোর নিয়মের সাথে যথেষ্ট পার্থক্য রয়েছে এই পুঁথিতে। পুঁথির বয়স আদতে কত, সেটা কেউ বলতে পারবেনা। একপ্রকার বলা সম্ভবই নয়। তবে অনুমান করা হয় এই পুঁথির বয়স ৬০০ থেকে ৬৫০ বছর পুরনো। একসময় এই পুঁথি শোভা বর্ধন করত রাজবাড়ীর রাজমাতার নিজস্ব মন্দিরে। পরবর্তীতে এই পুঁথি সংরক্ষিত হয়ে আছে মদনমোহন বাড়িতে। দুর্গাপুজো, কালীপুজো, মদনমোহনের নিত্যপুজো ছাড়াও জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, মহালক্ষ্মী, বিপত্তারিণী এবং মা ভবানী পুজোর নিয়ম-নীতি লিখিতভাবে রয়েছে এই পুঁথিতে।
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga Puja 2022 : কোচবিহারের মহারাজাদের প্রচলিত দুর্গাপুজোর অন্যতম বড় আকর্ষণ প্রাচীন এক পুঁথি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement