Diwali 2023: চরকি উড়বে আকাশে, ফুটবে পদ্মও! দীপাবলির বাজার মাতাতে হাজির দুই বাজি, কীরকম দেখতে হয়

Last Updated:

Diwali 2023: এবারে বাজির বাজারে নতুন আকর্ষণ এই দুই বাজি ইতিমধ্যেই বেশ ভালো সাড়া ফেলেছে। সবাই কিনছে এই নতুন ধরনের দুই বাজি। রীতিমত লাইন দিয়ে কিনতে হচ্ছে এই দুই বাজি।

+
পদ্মফুল

পদ্মফুল বা লোটাস চরকি এবং আকাশের চরকি

কোচবিহার: দীপাবলির আলোর উৎসব মানে হাজার বাজির সম্ভার। সন্ধ্যা নামতেই রকমারি বাজির আওয়াজ ভাসতে শুরু করে বিভিন্ন দিকে। তবে প্রতি বছর নতুন নতুন বাজি আসতে দেখা যায় বাজারে। এবারে পরিবেশ দূষণের আতঙ্কে বাজারে গ্রিন বা পরিবেশ বান্ধব বাজির সম্ভার দেখতে পাওয়া যাচ্ছে। তবে ক্রেতাদের সব সময়ের পছন্দের তালিকায় দেখতে পাওয়া যায় চরকি বাজিকে।
তবে এর মধ্যে বাজি ক্রেতাদের নজর কেড়েছে দু’টি নতুন ধরনের চরকি বাজি। এই দুই বাজির নাম ‘পদ্মফুল চরকি বাজি’ ও ‘আকাশের চরকি বাজি’। এই দুই পোশাকি নামেই বাজির দোকানগুলিতে বিক্রি করা হচ্ছে। দাম রয়েছে সকলের সাধ্যের মধ্যে। তাই ক্রেতারা রীতিমত হামলে পড়ে কিনছেন এই দুই বাজি।
কোচবিহারের এক প্রসিদ্ধ বাজির দোকানের কর্ণধার বিশ্বজিৎ বণিক জানান, প্রতি বছর ক্রেতাদের আকর্ষণ বাড়াতে বাজারে কিছু নতুন বাজি এসে থাকে। তবে এবারে বাজারে নিষিদ্ধ হয়েছে শব্দবাজি ও পরিবেশের জন্য ক্ষতিকর সমস্ত বাজি। তাই বাজারের সমস্ত দোকানে শুধুমাত্র পাওয়া যাচ্ছে পরিবেশ বান্ধব বাজি বা গ্রিন বাজি।
advertisement
advertisement
তবে বাজির মধ্যে ক্রেতাদের সব সময়ের পছন্দের তালিকায় থাকে চরকি বাজি। আর এই বাজির দুটি নতুন রূপে এসেছে এবারের বাজারে। একটি ফাটালে পদ্মফুলের মতন দেখতে লাগছে। আর একটি বাজি প্রথমে নীচে ফেটে ওপরে উঠে যাচ্ছে। তারপর আকাশে গিয়ে চরকির মতন করে ফাটছে।
advertisement
বাজারে বাজি কিনতে আসা এক ক্রেতা সুদীপ অধিকারি জানান, বাড়ির বাচ্চাদের জন্য প্রতি বছর বাজার থেকে নতুন ধরনের বাজি কিনতে হয়। দীপাবলির দিন এই বাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠে ছোট থেকে বড় সকলে। তবে এবারে বাজির বাজারে নতুন আকর্ষণ এই দুই বাজি ইতিমধ্যেই বেশ ভালো সাড়া ফেলেছে। সবাই কিনছে এই নতুন ধরনের দুই বাজি। রীতিমত লাইন দিয়ে কিনতে হচ্ছে এই দুই বাজি।
advertisement
তবে দাম কিন্তু রয়েছে সকলের সাধ্যের মধ্যে। পদ্মফুল চরকি বাজি পাওয়া যাচ্ছে মাত্র ১৮০ টাকা দামের প্রতি প্যাকেটে। আর আকাশের চরকি বাজি পাওয়া যাচ্ছে মাত্র ২৫০ টাকা প্রতি প্যাকেটে।
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Diwali 2023: চরকি উড়বে আকাশে, ফুটবে পদ্মও! দীপাবলির বাজার মাতাতে হাজির দুই বাজি, কীরকম দেখতে হয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement