District-Durga-Puja-2022: কোচবিহারে পুজোর নতুন চমক বুর্জ খলিফা! পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ

Last Updated:

Durga-Puja-Feature-2022: এবছর কোচবিহার বাসীর জন্য দুর্গোৎসবে অপেক্ষা করছে নতুন চমক! বুর্জ খালিফার আদলে তৈরি হচ্ছে দুর্গা মণ্ডপ!

+
কোচবিহারে

কোচবিহারে বুর্জ খলিফা

#কোচবিহার: জেলা শহর কোচবিহারে এবার দুর্গোৎসব যথেষ্ট জাঁকজমক পূর্ণ হতে চলেছে। এবছর কোচবিহার বাসীর জন্য দুর্গোৎসবে অপেক্ষা করছে নতুন চমক! বুর্জ খালিফার আদলে তৈরি হচ্ছে দুর্গা মণ্ডপ! কোচবিহার শান্তি কুটির ক্লাব ও ব্যায়ামাগারে দুর্গা পুজোয় এবছরের থিম হচ্ছে বুর্জ খলিফা। মূলত বাঁশ,কাঠ ও প্লাইউড দিয়ে পরিবেশবান্ধব উপায়ে তৈরি হচ্ছে এই বুজ খালিফার দুর্গা মণ্ডপটি। মেদিনীপুরের প্যান্ডেল শিল্পীরা তৈরি করছেন এই পুজো মণ্ডপ। এবছর শান্তি কুটির ক্লাব ও ব্যয়ামাগারের দুর্গাপুজো চতুর্থীর দিন থেকে শুরু হয়ে যাবে। তারপর থেকেই দর্শনার্থীরা ভিড় জমাতে পারবেন এখানে।
কোচবিহার শান্তি কুটির ক্লাব ও ব্যায়ামাগারের গুগল ম্যাপ লিঙ্ক:
কোচবিহার শান্তি কুটির ক্লাব
advertisement
পুজো কমিটির সভাপতি অজিত ভৌমিক জানান, "এ বছর আমাদের দুর্গাপুজোর থিম বুর্জ খালিফা। কোচবিহার বাসীর মন জয় করতেই এবছরের দুর্গাপুজোর এই থিম তৈরি করা হচ্ছে। আমরা আশা রাখছি সাধারণ মানুষের এই থিম দারুণ পছন্দ হবে।" কয়েক বছর আগে শান্তি কুটির ক্লাব ও ব্যয়ামাগার কুমোর পাড়ার গরুর গাড়ি থিম তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন কোচবিহার বাসিকে। ভীড় উপচে পড়েছিল প্রচুর এই থিমের পুজো দেখতে। তাই এবছর পুজো কমিটির সদস্যরা আশা করছেন ভিড় সেবারের চাইতেও অনেক বেশি হবে। কোচবিহার শান্তিপুরের ক্লাব ও ব্যায়ামাগারে পুজোর বাজেট নিয়ে কোনরকম কার্পণ্যতা করা হয়নি।
advertisement
দীর্ঘ দুমাস ধরে চলছে এই পুজো মণ্ডপ তৈরির কাজ। দুর্গাপুজোর চতুর্থ দিন থেকে উদ্বোধন করা হবে এই মন্ডপটি। কোচবিহারের অন্যান্য সকল পুজোর মধ্যে অন্যতম একটি সেরা পুজোর রূপে আত্মপ্রকাশ করতে চলেছে কোচবিহার শান্তি কুটির ক্লাব ও ব্যায়ামাগারে দুর্গাপুজো। পুজো কমিটির সম্পাদক সুপ্রিয় চৌধুরী বলেন, "মোট ১২ লাখ টাকা থাকছে এ বছর পুজোর বাজেটে। যে থিম আমরা তৈরি করছি, তা কোচবিহারবাসীর মনে দাগ কেটে রাখবে। আমরা আশা করছি এ বছর দুর্গাপুজোয় কোচবিহার শান্তি কুটির ক্লাব ও ব্যয়ামাগারের দুর্গা পুজোর মণ্ডপে ভিড় উপচে পড়বে।"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
District-Durga-Puja-2022: কোচবিহারে পুজোর নতুন চমক বুর্জ খলিফা! পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement