Coochbehar News: দীর্ঘদিনের অপ্রাপ্তি ঘোচাল পথশ্রী, শুরু বিপজ্জনক সেতু সংস্কার

Last Updated:

পথশ্রী প্রকল্পের আওতায় বিপজ্জনক গিরিয়া সেতু সংস্কারের কাজ শুরু হল। ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কাজ শুরু হয়।

+
title=

কোচবিহার: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মাথাভাঙার গিরিয়া নদীর উপর অবস্থিত বিপজ্জনক সেতু সংস্কারের কাজ শুরু হল। দেরি হলেও এই কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
মাথাভাঙা-১ ব্লকের কেদারহাট পঞ্চায়েতের জোড়শিমূলি এবং গোপালপুর বাজারের মূল রাস্তার মাঝে গিরিয়া নদী অবস্থিত। এই নদীর উপরের সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে বিপজ্জনকভাবে অবস্থান করছিল। দীর্ঘদিন আগে এই সেতু তৈরি করা হলেও পরবর্তীতে আর সেটির কোন‌ও সংস্কার হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এলাকার মানুষ বহুবার এই সেতু সংস্কারের দাবি জানালেও কাজের কাজ কিছু হয়নি। অবশেষে পথশ্রী প্রকল্পের হাত ধরে ভাগ্যের চাকা ঘুরল।
advertisement
advertisement
পথশ্রী প্রকল্পের আওতায় এই বিপজ্জনক সেতুটি সংস্কারের কাজ শুরু হল। ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কাজ শুরু হয়। এই সেতু সংস্কার প্রসঙ্গে কোচবিহারের সভাধিপতি উমাকান্ত বর্মন বলেন, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় কোচবিহার জেলায় প্রায় ১৩০০ কিমি রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে এই সমস্ত রাস্তার কাজ হবে। জুলাই মাসের মধ্যেই গিরিয়া সেতুর কাজ শেষ হয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। অবশেষে এই সেতু সংস্কারে কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা। তাঁরা শুধু চান, ভাল দ্রব্য সামগ্রী দিয়ে সেতুটি যথাযথভাবে সংস্কার করা হোক, যাতে আগামী দিনে আর কোনও অসুবিধা না হয়।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: দীর্ঘদিনের অপ্রাপ্তি ঘোচাল পথশ্রী, শুরু বিপজ্জনক সেতু সংস্কার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement