Shiv-Chandi Puja: হঠাৎ পুজোয় মেতে উঠলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা! কেন জানেন?

Last Updated:

কোচবিহার জেলার রাজবংশী সম্প্রদায়ের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে শিব চন্ডির পুজো করতে। এই পুজো খুবই জাগ্রত পুজো বলে মনে করে থাকেন রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা।

শিব-চন্ডী পুজো
শিব-চন্ডী পুজো
কোচবিহার: রাজ্যসভার সাংবিধানিক পদে কোচবিহার থেকে একজন এই প্রথমবার সাংসদ পদে নিযুক্ত হয়েছেন। দীর্ঘ সময় আগে মার্জার এগ্রিমেন্ট এর মাধ্যমে কোচবিহার রাজ্যের ভারত ভুক্তির হয়। সেই সময় এগ্রিমেন্ট এর মধ্যে উল্লেখ করা ছিল কোচবিহার থেকে একজন রাজ্যসভা সাংবিধানিক পদে আসীন থাকবেন।
তবে দীর্ঘ সময় পরেও এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করেনি কোন সরকার। তবে দীর্ঘ সময় বাদে এতদিন পরে সেই সুযোগ এসেছে কোচবিহারের কাছে। কোচবিহার জেলার রাজবংশী সম্প্রদায়ের মহারাজা অনন্ত মহারাজ। এদিন রাজ্যসভার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন।
advertisement
মূলত এই খুশির বিষয়টিতে স্মরণীয় করে রাখতে কোচবিহার জেলার রাজবংশী সম্প্রদায়ের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে শিব চন্ডির পুজো করতে। এই পুজো খুবই জাগ্রত পুজো বলে মনে করে থাকেন কোচবিহার জেলার রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা।
advertisement
যেকোনও শুভ অনুষ্ঠানের আগে তাঁরা এই পুজোয় মেতে ওঠেন। বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তের রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা এই পুজোয় মেতে উঠেছেন। এতদিন পরে রাজবংশী সম্প্রদায়ের মহারাজা অনন্ত মহারাজ এই পদে যাওয়ার কারণে রাজবংশী মানুষেরা দারুন খুশি। সকলের মধ্যে এক প্রকার আনন্দ উৎসব দেখতে পাওয়া যাচ্ছে।
advertisement
কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ এলাকার এক রাজবংশী সম্প্রদায়ের মানুষের বাড়িতেও এই পুজোর আয়োজন করা হয়েছে। বাড়ির মালিক হরিশ চন্দ্র দাস জানান, “দীর্ঘ সময়ের আন্দোলনের ফলে বর্তমান সময়ের রাজবংশী সম্প্রদায়ের মহারাজা অনন্ত মহারাজ রাজ্যসভার সাংবিধানিক পদে যেতে পেরেছেন। মূলত সেই কারণেই কোচবিহার জেলার রাজবংশ সম্প্রদায়ের মানুষেরা অত্যন্ত খুশি। তাই এই আনন্দের বাতাবরণকে স্মরণীয় করে রাখতে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা শিব চন্ডির পুজোয় মেতে উঠেছেন। তিন দিনব্যাপী চলা এই পুজোয় বহু মানুষের ভিড় জমছে। অনন্ত মহারাজের শপথ গ্রহণের পর এই পুজোর সমাপ্তি ঘোষণা করা হবে।”
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Shiv-Chandi Puja: হঠাৎ পুজোয় মেতে উঠলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা! কেন জানেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement