Cooch Behar News: আচমকাই গুলির শব্দে কেঁপে উঠল শীতলকুচি এলাকা! তারপর...
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
আচমকা শীতলকুচি এলাকার এক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে গুলি চালানোর আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। তারপর জানতে পারা যায় পায়ে গুলি লেগে জখম হয়েছে এক যুবক।
#মাথাভাঙা: কোচবিহার জেলার শীতলকুচিতে আবারও চলল গুলি। পুরনো বিবাদের জেরেই এই গুলি চালনার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেটলা নেপরা গ্রামের বড় মরিচা এলাকায়। এই ঘটনায় পথ চলতি এক যুবকের পায়ে গুলি লাগার ঘটনা ঘটে বলে জানতে পারা গেছে। ওই যুবকের নাম মউবার মিঞা।
স্থানীয় সূত্রে জানতে পারা গেছে, "গতকাল সন্ধ্যার পর আচমকা ওই এলাকার এক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে গুলি চালানোর আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর জানতে পারা যায়। পায়ে গুলি লেগে জখম হয়েছে এক যুবক।"
advertisement
advertisement
তবে হঠাৎ করে কেন গুলি চলল ওই এলাকায়? এবং কিভাবে সেই যুবকের পায়ে গুলি লাগল সেই বিষয় সম্পূর্ন স্পষ্টভাবে জানতে পারা যায়নি। তবে প্রাথমিক ভাবে জানতে পারা গিয়েছে। পুরনো বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। এবং গোটা এলাকা কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। এলাকায় টলহদারি চালাচ্ছে শীতলকুচি থানার পুলিশ। গুলি লেগে আহত ওই যুবককে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছিল এবং তারপর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে শীতলকুচি থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
advertisement
শীতলকুচি থানা সূত্রে খবর, শীতলকুচি ব্লকের ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেটলা নেপরা গ্রামের বড় মরিচা এলাকায় রয়েছে একটি পেট্রোল পাম্প। এদিন আচমকাই সেই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গুলি চালানো ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর নেই। তবে এক যুবকের পায়ে গুলি লাগে। সে আহত হয়েছে। সেই যুবক প্রাথমিক ভাবে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। শীতলকুচি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2023 12:36 PM IST










