Cooch Behar News: ভুট্টা ক্ষেতে ওটা কী? দিনের আলোয় আতঙ্ক! সামনে যেতেই বিপদ! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Cooch Behar News: ভুট্টা ক্ষেতে যে এই কাণ্ড হতে পারে, কেউ ভাবতেই পারেনি। জানলে শিউরে উঠবেন!
ঘোকসাডাঙা: আবারও লোকালয়ে বাইসনের আতঙ্ক। কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমা এলাকার ঘোকসাডাঙা এলাকায় আবারও লোকালয়ে ঢুকে পড়লো একটি বাইসন। ঘোকসাডাঙা এলাকার রেলগেট সংলগ্ন ভুট্টা ক্ষেতের মাঝে বাইসন আতঙ্কে সরগরম হয়ে পড়ে গোটা এলাকা। তবে বাইসন দেখতে মুহূর্তের মধ্যে রাস্তার ওপর বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন। লোকালয়ে বাইসন ঢুকে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বন দফতরের আধিকারিকেরা এবং ঘোকসাডাঙা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "দুপুর নাগাদ এই এলাকায় আচমকা একটি বাইস কে লোকালয়ের পাশে মাঠের মধ্যে ঘুরে বেড়াতে দেখেন কিছু মানুষ। তৎক্ষণাৎ রাস্তার ওপর বাইসন দেখতে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। তবে কিছুক্ষণের মধ্যেই বাইসনটি মাঠের মধ্যে থাকা ভুট্টা খেতের মধ্যে মিলিয়ে যায়। তবে বন দফতরের আধিকারিক ও পুলিশ মোতায়ন করা রয়েছে ওই এলাকায়। দ্রুত ওই বাইসনটিকে আটক করে পুনরায় জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে।"
advertisement

advertisement
বন দফতর ও পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, "বর্তমান সময়ে ওই বাইসনটিকে আটক করার চেষ্টা চালানো হচ্ছে বন দফতরের পক্ষ থেকে। যাতে বাইসনটির দ্বারা এলাকায় কোন ক্ষয় ক্ষতি না হয় সেই বিষয়ে নজর রাখা হচ্ছে। পুলিশ সাধারণ মানুষের গতিবিধির ওপর নজর রাখতে প্রতি নিয়ত। যাতে কোন মানুষ অজান্তে বাইসনের কাছে না পৌঁছে যায় সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। বাইসনটিকে দ্রুত ট্রাঙ্কুলাইজ করার মাধ্যমে আটক করার চেষ্টা চালাচ্ছেন বন দফতরের আধিকারিকেরা।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 7:46 PM IST