Cooch Behar News: ১৮ বছরে হাল ধরেছিলেন ৪০ বছর পেরিয়ে আজও নদী পারপারের বড় ভরসা ‘ঘাটিয়াল’ অমৃত

Last Updated:

নদী পারাপার করিয়েই ৪০ বছর পার! এই মাঝির জীবন কাহিনী অবাক করবে!

+
নদী

নদী পারাপার করিয়েই ৪০ বছর পার অমৃত দাসের

#কোচবিহার: নদী পারাপার করেই ৪০ বছর পার! ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। কোচবিহারের ২ নং কালীঘাট এলাকার অমৃত দাস নামের খেয়া পারাপারের মাঝির জীবন এক অবাক করা কাহিনী বলে যায়। বছর ১৮ থেকে তার এই খেয়া পারাপারের জীবন শুরু তাঁর। তারপর আর বিশ্রাম মেলেনি এই কাজ থেকে। বর্তমানে তার বয়স ৬১ বছর। এখনও পর্যন্ত বহু মানুষকে নদী পারাপার করিয়ে উপকার করছেন তিনি। নেন যৎসামান্য মূল্য। মাত্র ১০ টাকায় সাইকেল-বাইক থেকে শুরু করে মানুষ সকলকেই পারাপার করান তিনি। বহু দিন ধরে এই খেয়া পারাপার করারফলে এলাকার মানুষদের কাছে তিনি পরিচিত ঘাটিয়াল নামেই।
নদীর পাড়ে দাঁড়িয়ে ঘাটিয়াল বলে ডাক দিলেই অন্য পাড় থেকে নৌকা নিয়ে হাজির তিনি। মুখে পান খাওয়া লাল দাঁতের একটা চওড়া হাসি। তবে কোন রাগ নয়, অভিমান নয়। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সব মরশুমে তার একই ভূমিকা। প্রশ্ন করতেই অমৃত দাস বললেন, "জীবনের প্রায় ৪০টা বছর এভাবেই মানুষকে নদী পারাপার করিয়েই চলে গেছে। আর যেই কদিন বাঁচব এভাবেই বাঁচতে চাই।’’
advertisement
advertisement
তবে সংসারে তার স্ত্রী গত হয়েছেন বহুদিন আগেই। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন এই নদী পারাপার করিয়েই। বর্তমানে একার সংসার তাঁর। তাই খুব একটা অসুবিধা হয় না সারাদিন এই কাজ করতে।
advertisement
তোর্সা পাড়ের এক বাসিন্দা জানান, "দীর্ঘ দিন ধরেই এই মাঝি নদী পারাপার করছেন এখানে। একটা সময় আমার বাবাকে দেখতাম ওনার নৌকা করেই নদী পারাপার করতে। বর্তমানে আমিও করি। তবে এখনও পর্যন্ত তিনি একইরকম রয়ে গিয়েছেন। কখনও ওনার নৌকা বন্ধ থাকতে দেখিনা। সকাল ৭টা থেকে শুরু করে সন্ধে পর্যন্ত তার এই নৌকা দিয়ে মানুষেরা পারাপার করেন এখানে। আমাদের খুব সুবিধা হয়। কারণ, ঘুঘুমারি ব্রিজ দিয়ে চলাচল করতে হলে অনেকটা ঘুরে চলাচল করতে হয় আমাদের। এই নৌকা দিয়ে পারাপার করলে সেই সময় অনেকটাই কম লাগে।"
advertisement
তবে বর্তমানে এই নৌকাই একমাত্র সংসার কোচবিহারের এই ২ নং কালীঘাট এলাকার খেয়া পারাপারের মাঝি অমৃত দাসের।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ১৮ বছরে হাল ধরেছিলেন ৪০ বছর পেরিয়ে আজও নদী পারপারের বড় ভরসা ‘ঘাটিয়াল’ অমৃত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement