Cooch Behar News: মুহূর্তে বদলে গেল বসন্ত উৎসবের আবহ, কলেজে ভয়ঙ্কর কাণ্ড!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Cooch Behar News: যদিও শীতলকুচি কলেজের অধ্যক্ষ গোটা ঘটনাই অস্বীকার করেছেন।
শীতলকুচি: বসন্ত উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল শীতলকুচি কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসতে হল শীতলকুচি থানার পুলিশ বাহিনীকে। শীতলকুচি কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল এই বসন্ত উৎসব অনুষ্ঠানের। তবে সেই অনুষ্ঠানে আচমকাই বহিরাগত কিছু ব্যক্তিরা এসে ঝামেলার সৃষ্টি করে বলে অভিযোগ।
বহিরাগত ব্যক্তিরা এসে কলেজের বেশ কিছু ছাত্রকে মারধর করে অনুষ্ঠান চলাকালীন সময়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বেধড়ক মারধর শুরু হয় ছাত্র-ছাত্রীদের ও কিছু বহিরাগতদের মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহুর্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে শীতলকুচি কলেজ চত্বরে।
আরও পড়ুন: মন্দিরের ভিতর ঢুকতেই চক্ষু চড়কগাছ, অশোকনগরে রাতে কী ঘটল? চাঞ্চল্য
কলেজের পড়ুয়া এক ছাত্র জানান, "মাইকে তখন গান চলছিল। সেই গানের সঙ্গে কলেজের ছাত্র-ছাত্রীরা একসঙ্গে নাচানাচি করছিল। আর সেই সময় আচমকা একদল বহিরাগত ব্যক্তি এসে সেখানে ঝামেলা শুরু করে। সেটা বাধা দিতে গিয়েই কলেজের ছাত্র ও বহিরাগতদের মধ্যে মারধর শুরু হয়। এই ঘটনায় কলেজের বেশ কিছু ছাত্র সামান্য আহত হয়েছে এবং অনেকের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে।" তবে এই মারধরের বিষয়ে অভিযুক্ত বহিরাগত ব্যক্তিদের কোনও প্রকার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: মারাত্মক! বাইপাস রোডের রেলিং ভেঙে চিকিৎসকের গাড়ি ঢুকে গেল বাড়িতে, পিষে দিল বৃদ্ধাকে, দেখুন
ঘটনার পরই শীতলকুচি কলেজের সামনে বিশাল পুলিশ বাহিনী লক্ষ্য করা যায়। যদিও এই ঘটনা সম্পূর্ন অস্বীকার করেন কলেজের অধ্যক্ষ। শীতলকুচি কলেজ অধ্যক্ষ আফজাল হোসেন জানান, "এমন কোনও ঘটনা ঘটেনি কলেজ চত্বরে। বসন্ত উৎসবের সময় ছিল চারটে পর্যন্ত। চারটে বাজলেই সমস্ত ছাত্র-ছাত্রীকে বাড়ি যেতে বলা হয়। সেই মোতাবেক সকলে বাড়ি ফেরার তোড়জোড় শুরু করে, এর বেশি কিছুই হয়নি।"
advertisement
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 4:13 PM IST