Accident News: আর বাড়ি ফেরা হল না পশু চিকিৎসকের! টোটোর ধাক্কায় রাস্তার মাঝেই সব শেষ
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রাণ হারালেন এক পশু চিকিৎসক।
মেখলিগঞ্জ: এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইলেন মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট বাজার এলাকার বাসিন্দারা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রাণ হারালেন এক পশু চিকিৎসক। মৃত পশু চিকিৎসকের নাম দীনবন্ধু রায় এবং তাঁর বয়স ২৮ বছর। মৃত ওই জনৈক পশু চিকিৎসক চিলারবাড়ি এলাকার বাসিন্দা।
বাইকে করে রানিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন দীনবন্ধু রায় নামে ওই পশু চিকিৎসক। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটো তাঁর বাইকে এসে সজোরে ধাক্কা মারে। মুহূর্তে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, রানিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন দীনবন্ধু রায় নামের ওই পশু চিকিৎসক। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটো তাঁর বাইকের মুখোমুখি এসে সজোরে ধাক্কা মারে। তড়িঘড়ি স্থানীয় মানুষদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে পথের মাঝেই তাঁর মৃত্যু হয়। পথ দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক টোটোটিকে আটক করে, তবে পালিয়ে যায় টোটোর চালক।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 4:13 PM IST