Cooch Behar News: পান বেনারস-ওয়ালা! ২৫ বছর ধরে পান দিয়েই মন জয় করছেন ইনি! জানুন

Last Updated:

Cooch Behar News: প্রায় ৩৫ রকমের মশলা দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের পান। ২৫ বছর ধরে এই পানে মজে মানুষ!

+
বাহারি

বাহারি পান

#কোচবিহার: 'খাইকে পান বেনারস ওয়ালা, খুলযায়ে বন্ধ অকল কা তালা' - অমিতাভ বচ্চনের ডন সিনেমার এই গানে একটা সময় মজেছিল সবাই। সেই সময় আর সেই দিন এখন অতীত। তবে পানের চাহিদা রয়ে গিয়েছে এখনও পর্যন্ত। ছোট থেকে বড় সকলেই পছন্দ করে এই বাহারি মিষ্টি পান। আর এই পানের দোকান এবার হাজির হয়েছে কোচবিহার রাস মেলায়। অনেকেই ভিড় জমাচ্ছেন পানের দোকানে এই বাহারি মিষ্টি পান খেতে। এই পানের দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পান। প্রায় ৩৫ রকমের মশলা দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের পান।
পানের দোকানের ব্যবসায়ী তিমির চন্দ্র দাস জানান, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে এই রাস মেলায় পানের দোকান নিয়ে আসেন তিনি। তবে এখনও পর্যন্ত তার বানানো বাহারি পানের চাহিদা একটুও কমেনি কোচবিহারে। প্রতি বছর প্রচুর মানুষ ভিড় করেন তার দোকানে তার বানানো বিভিন্ন ধরনের পান খেতে। ছোট থেকে বড় সকলের জন্যই তার কাছে পান রয়েছে। " একবার যে তার পান খেয়েছেন, সে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এমনটাই দাবি করেন তিনি। এবছরের মেলার এই পানের দোকানে বিশেষ আকর্ষণ রয়েছে মাত্র ৫০ টাকায় ফায়ার পান। বাকি সব পানের মূল্য রয়েছে একদম সাধ্যের মধ্যেই। সকলেই যাতে এই বাহারি পানের স্বাদ নিতে পারেন সেই দিকে লক্ষ্য রেখেই দাম রাখা হয়েছে।
advertisement
কোচবিহারের মানুষেরা রাস মেলার এই পানের দোকানের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় করছেন। শুধুমাত্র কোচবিহারের মানুষেরাই নয় বাইরে থেকে আসা পর্যটকেদের ও দেখা যাচ্ছে পানের দোকানে ভিড় করে পান খেতে। এই পানের মধ্যে ব্যবহৃত মশলার কারণেই এই পান এত সুস্বাদু হয়। তবে এই মশলা গুলির বেশিরভাগ অন্য পানের দোকানে খুব একটা চোখে পড়েনা। রাস মেলার মধ্যে যেই দোকান গুলিতে সর্বাধিক ভিড় চোখে পড়ছে তার মধ্যে এই বাহারি পানের দোকান অন্যতম। মেলায় আসা এক পর্যটক সুমিত সরকার বলেন,  "এই পানের দোকানের পান খেতে দারুন। এবং প্রতি বছর এই মেলায় ঘুরতে আসলে অন্তত পক্ষে একবার এই দোকানের পান খেয়ে থাকি। বিভিন্ন ধরনের পান পাওয়া যায় এই পানের দোকানের মধ্যে।"
advertisement
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: পান বেনারস-ওয়ালা! ২৫ বছর ধরে পান দিয়েই মন জয় করছেন ইনি! জানুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement