Cooch Behar News: দীর্ঘদিনের ভোগান্তির অবসান, অবশেষে শুরু হল বেহাল রাস্তা সংস্কারের কাজ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
দীর্ঘ সময় ধরে বেহাল রাস্তা সমস্যায় ভুগছিলেন বামনহাট পাথরসন এলাকার স্থানীয় বাসিন্দারা।এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা বারংবার আবেদন জানানোর পরেও কোন প্রকার কর্ণপাত করেননি কোনও স্থানীয় নেতৃত্ব
বামনহাট: দীর্ঘ সময় ধরে বেহাল রাস্তা সমস্যায় ভুগছিলেন বামনহাট পাথরসন এলাকার স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও রাস্তা সংস্কারে কোন প্রকার উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসনিক স্তরের কর্তারা। এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা বারংবার আবেদন জানানোর পরেও কোন প্রকার কর্ণপাত করেননি কোনও স্থানীয় নেতৃত্ব। তবে কিছুদিন পূর্বে নিউজ ১৮ লোকালের মাধ্যমে দ্রুত বেহাল রাস্তা সংস্কার করার খবর সম্প্রচার করা হয়। আর তার জেরেই নড়েচড়ে বসেন প্রশাসনিক স্তরের কর্তারা ও নেতৃত্ব দের একাংশ। দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয় বেহাল রাস্তা সংস্কারের জন্য। সেই মর্মে এদিন বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয় এলাকায়।
রাস্তা সংস্কার করার কাজ শুরুর বিষয়টি নিয়ে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ধন্যবাদ জানিয়েছেন নিউজ ১৮ লোকাল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। এছাড়া স্থানীয় বাসিন্দারা আরোও জানিয়েছেন, "দীর্ঘ অনেকটা সময় ধরে রাস্তা বেহাল থাকার কারণে এলাকার বাসিন্দাদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।
advertisement
advertisement
তবে বর্তমান সময়ে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় খুশি এলাকাবাসী। রাস্তা সংস্কার করা হলে এই রাস্তা দিয়ে চলাচল করতে স্থানীয় বাসিন্দাদের অনেকটাই সুবিধা হবে। সাধারণ দিনের চাইতে বর্ষার সময় এই রাস্তায় ভোগান্তি বেড়ে উঠত। তবে এবার বর্ষার সময় সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবে না। তবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যদি এভাবেই বিভিন্ন এলাকার সমস্যার কথা তুলে ধরতে থাকেন। তবে সাধারণ মানুষের অনেকটাই উপকার হবে।"
advertisement
তবে এলাকায় বর্তমান সময়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার ফলে স্থানীয় মানুষদের মধ্যে আলাদা উদ্দীপনা চোখে পড়েছে। এই রাস্তা সংস্কারের কাজ শুরু করার বিষয় নিয়ে এদিন এলাকায় উপস্থিত হয়েছিলেন প্রচুর মানুষ। এছাড়াও ছিলেন প্রশাসনিক স্তরের কর্তাদের একাংশ। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মি দীপ্ত বিশ্বাস জানান, "দীর্ঘ সময় ধরে এলাকার মানুষদের ব্যাপক সমস্যা হচ্ছিল এই রাস্তার কারণে। তাই সরকারি উদ্যোগে এই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে । আগামী দিনে এলাকার অন্যান্য রাস্তা গুলি সংস্কারের কাজ শুরু করা হবে। সাধারণ মানুষের সমস্যা সমাধানে তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে প্রশাসনিক স্তর থেকে।"
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 5:12 PM IST