Transgender Initiative: সমাজের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ তৃতীয় লিঙ্গের মানুষের! ধন্য ধন্য করল কোচবিহারবাসী

Last Updated:

Transgender Initiative: একত্রিত হয়ে এভাবে সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে অনেকটাই খুশি এঁদের একাংশ। এছাড়াও বহু সাধারণ মানুষও তাঁদের পাশে এসে দাঁড়াতে শুরু করেছেন ইতিমধ্যে।

+
অভিনব

অভিনব উদ্যোগ তৃতীয় লিঙ্গের মানুষের

বৈরাগীরহাট: তৃতীয় লিঙ্গের মানুষদের এক অভিনব উদ্যোগ। কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার অন্তর্গত বৈরাগীর হাট এলাকায় তাঁরা তৈরি করেছেন অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম এবং তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য থাকার জায়গা। আইনতভাবে সমাজের বুকে, জায়গা করে দেওয়া হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষদের। তবে এখনও সামাজিকভাবে বহু মানুষ মেনে নিতে পারেন না এই তৃতীয় লিঙ্গ মানুষদের। বর্তমানে সামাজিকতার কাজে কিন্তু ইতিমধ্যেই এগিয়ে আসতে শুরু করেছেন বহু তৃতীয় লিঙ্গের মানুষ।
একত্রিত হয়ে এভাবে সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে অনেকটাই খুশি এঁদের একাংশ। এছাড়াও বহু সাধারণ মানুষও তাঁদের পাশে এসে দাঁড়াতে শুরু করেছেন ইতিমধ্যে। এই উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে অনেকেই খুশি হয়েছেন। এই উদ্যোগ গ্রহণ করা তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মধ্যে একজন পিঙ্কি বলেন, "ছোটবেলা থেকেই তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের নানান কটুক্তির মুখে পড়তে হয়। সেজন্য তাঁরা ছোটবেলা থেকেই সমাজের এবং বাবা-মার ভালোবাসা থেকে অনেকটাই বঞ্চিত হয়ে থাকেন। পড়াশোনার ক্ষেত্রেও তাদের অনেকটাই কষ্টের সম্মুখীন হতে হয়। তাই এই সমস্ত বাধা বিপত্তি জয় করতেই এবং সমাজের বুকে এক অনন্য নজির গড়ে তুলতে সবাই মিলে তৈরি করছেন একটি অনাথ আশ্রম, একটি বৃদ্ধাশ্রম এবং অনাথ ও দুস্থ শিশুদের জন্য পড়াশোনার জায়গা। এই অভিনব উদ্যোগের কারণে বহু মানুষ ইতিমধ্যে যোগাযোগ করতে শুরু করেছেন তাঁদের সঙ্গে। তাঁরাও এই উদ্যোগে সামিল হতে পেরে খুশি।"
advertisement
advertisement
তবে শুধুমাত্র কোচবিহারের মানুষই নয়। কোচবিহারের বাইরে ও উত্তরবঙ্গের মানুষজন ইতিমধ্যে এই তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে এসে দাঁড়াতে শুরু করেছেন। এই মানুষদের কর্মকাণ্ডের মধ্যে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন শিলিগুড়ির এক বিখ্যাত তৃতীয় লিঙ্গের মানুষ। তিনি ইতিমধ্যেই অনেকখানি আর্থিক সাহায্য দিয়েছেন এই মানুষদের। তার নাম সোনা দেবী। তবে আরও অনেক আর্থিক অনুদানের প্রয়োজন এই সমস্ত সমাজসেবার কাজ করার জন্য। তাই তাঁরা সংবাদমাধ্যমের মাধ্যমে সকলের কাছে আর্তি জানাচ্ছেন তাঁদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আগামী দিনে এই কাজ আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Transgender Initiative: সমাজের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ তৃতীয় লিঙ্গের মানুষের! ধন্য ধন্য করল কোচবিহারবাসী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement