Coochbehar News: একের পর এক দুর্ঘটনা ঘটছে, তবু নির্বিকার প্রশাসন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
কোচবিহার শহরের বাইপাসের উপর একের পর এক দুর্ঘটনা ঘটলেও কার্যকরী পদক্ষেপ না করার অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে
কোচবিহার: তোর্সা বাঁধের বাইপাস রাস্তাটিই হল এই মুহূর্তে কোচবিহার শহরের একমাত্র বাইপাস। রাস্তাটি খাগড়াবাড়ি এলাকা থেকে শুরু করে ঘুঘুমারি পর্যন্ত বিস্তৃত। কিন্তু আশ্চর্যজনকভাবে দীর্ঘ এই রাস্তাটির মধ্যে পর্যাপ্ত স্পিড ব্রেকার নেই। এছাড়াও পুলিশি টহলদারিও যথেষ্ট কম। যার ফলে এই রাস্তায় গতিবেগ নিয়ন্ত্রণের বোর্ড থাকলেও তা মেনে চলে না গাড়িচালকদের একাংশ। আর তার জেরেই ঘটছে একের পর এক দুর্ঘটনা, এমনই অভিযোগ স্থানীয়দের।
পরপর দুর্ঘটনা ঘটায় এই বাইপাস নিয়ে রীতিমতো ক্ষুব্ধ কোচবিহারের লাগোয়া এলাকার বাসিন্দারা। কয়েকদিন আগেই রাতের অন্ধকারে বিএসএফ জওয়ানদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি টেলিকম সংস্থার গাড়ির। তার পরও হুঁশ ফেরেনি জেলা প্রশাসনের, এমনই দাবি এলাকাবাসীর।
advertisement
advertisement
তোর্সা বাঁধের বাইপাসের পাশেই বাড়ি আব্দুল সাত্তারের। এই রাস্তা নিয়ে ক্ষুব্ধ ওই ব্যক্তি জানান, এই রাস্তার ওপর দিয়ে যে গতিতে যানবাহন চলাচল করে তাতে রীতিমত আতঙ্কে থাকতে হয়। মাঝে মধ্যেই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে। তবুও পর্যাপ্ত পরিমাণে স্পিড ব্রেকার ও পুলিশি নজরদারির অভাব থেকে গিয়েছে। একের পর এক ঘটনা ঘটার পরও প্রশাসনের কোনও হেল্প নেই।
advertisement
এই রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করা বাইক আরোহী উৎসব তালুকদার বলেন, এই রাস্তার পাশে চালকদের জন্য গতিবেগ নিয়ন্ত্রণের বোর্ড লাগানো আছে। তাতে লেখা আছে ঘণ্টায় ২০ কিমি গতিবেগের মধ্যে গাড়ি চালাতে হবে। কিন্তু অনেকেই তা মানেন না। যার ফলে মাঝেমধ্যেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটছে। প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ না করলে আগামী দিনে বিপদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 4:39 PM IST