Heritage Devastation: রাজ আমলের ঘাট সংস্কারে হেরিটেজ নষ্টের অভিযোগ
- Reported by:SARTHAK PANDIT
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কোচবিহারের মানুষ ঐতিহ্য প্রিয়। বিশেষ করে রাজামলের ঐতিহ্যের বিষয়ে তাঁরা বরাবরই স্পর্শকাতর। কিন্তু রাজ আমলেরই সেই ঘাট সংস্কার করতে গিয়ে তার পুরনো ঐতিহ্য নষ্ট করে ফেলায় ক্ষুব্ধ জেলার মানুষ।
কোচবিহার: সাগরদিঘির ঘাট ও পাশের সীমানা প্রাচীর সংস্কারের কাজ নিয়ে তৈরি হল বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, সাগরদিঘির শিববাড়ি ঘাট রাজ আমলের সবচেয়ে পুরনো ঘাট হিসেবে হেরিটেজের অংশ। কিন্তু নিয়ম-নীতির তোয়াক্কা না করে সংস্কারের নামে রাজ আমলের এই ঘাট ভেঙে ফেলা হচ্ছে।
কোচবিহারের মানুষ ঐতিহ্য প্রিয়। বিশেষ করে রাজামলের ঐতিহ্যের বিষয়ে তাঁরা বরাবরই স্পর্শকাতর। কিন্তু রাজ আমলেরই সেই ঘাট সংস্কার করতে গিয়ে তার পুরনো ঐতিহ্য নষ্ট করে ফেলায় ক্ষুব্ধ জেলার মানুষ। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, সংস্কারের কাজ হলে তা সত্যিই ভালো হবে সাগরদিঘির পক্ষে। তবে রাজ আমলের কোনও নিদর্শন ভেঙে ফেলে এই সংস্কার করা উচিৎ নয়। রাজ আমলের স্থাপত্য কোচবিহারের হেরিটেজ নিদর্শন। সেগুলিকে ভেঙে ফেললে কোচবিহার থেকে হেরিটেজগুলি বিলীন হয়ে যাবে ধীরে ধীরে।
advertisement
advertisement
এদিকে এই অভিযোগের বিষয়ে সংস্কারের দায়িত্বপ্রাপ্ত এমইডি-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমন সরকার জানান, কোচবিহারের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত সাগরদিঘি কোচবিহারের মানুষের আবেগের জায়গা দখল করে আছে। তাই এই সাগরদিঘি চত্বর এবং ঘাটগুলিকে সংস্কার করার মাধ্যমে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে বাইরে থেকে পর্যটকেরা এসে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। তাঁর প্রতিশ্রুতি হেরিটেজ রক্ষা করেই সংস্কারের যাবতীয় কাজ হবে। যদিও এই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ শহরের হেরিটেজ প্রেমীদের।
advertisement
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 06, 2023 5:40 PM IST









