অষ্টমীতে কলকাতা সফরে রাহুল, অষ্টমীতে অঞ্জলি দেবেন সোমেন মিত্রের পুজোতে

Last Updated:
#কলকাতা: ঢাকে কাঠি পড়ল বলে ৷ আর কয়েকদিনের অপেক্ষা ৷ মা আসবেন ঘরে ৷ সেই উপলক্ষ্যেই এখন সাজো সাজো রব কলকাতা জুড়ে ৷ কলকাতার সমস্ত মন্ডপ এড়িয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপেই নজর সকলের ৷ তবে, মণ্ডপের সাজসজ্জার জন্য নয় ৷  রাহুল গান্ধির কলকাতা সফর ঘিরেই সকলের নজর ৷
দুর্গাপুজোর অষ্টমীতে কলকাতা সফরে আসছেন রাহুল গান্ধি । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের আমন্ত্রণে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে আসছেন রাহুল গান্ধি ৷ সেই পুজো ঘিরেই এখন রাজনৈতিক চাপানোতর তুঙ্গে ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর সঙ্গে দলীয় সংগঠন নিয়ে আলোচনা করতে পারেন তিনি। আলোচনা হতে পারে মহাজোট নিয়েও । এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷
advertisement
advertisement
দিল্লিতে প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি । বৈঠকে রাজ্যের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় । বৈঠকে হাজির ছিলেন অধীর চৌধুরী, আবদুল মান্নানও ৷ লোকসভা ভোটের জোট নিয়েও আলোচনা হয়। সেখানেই পুজোয় শহরে আসার কথা জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।
advertisement
সন্তোষ মিত্র স্কোয়ারের কর্তৃপক্ষ সূত্রে খবর, দূর্গাপুজোয় কলকাতা আসছেন রাহুল গান্ধি ৷ সম্ভবত, অষ্টমীর দিন কলকাতায় আসবেন তিনি ৷ কলেজ স্কোয়ারে অষ্টমীর অঞ্জলি দিতে পারেন তিনি । শুধু কলেজ স্কোয়ারে পুজো দেওয়াই নয় ৷ সেখান থেকে বেলুড় মঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অষ্টমীতে কলকাতা সফরে রাহুল, অষ্টমীতে অঞ্জলি দেবেন সোমেন মিত্রের পুজোতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement