কর্ণাটকে সুবিধাবাদী জোট করেছে কংগ্রেস-জেডিএস, কটাক্ষ অমিত শাহের

Last Updated:

কর্ণাটক হাতছাড়া হয়েছে ৷ কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নিজেদের ক্ষমতা ধরে রাখতে এখন থেকেই মরিয়া বিজেপি ৷

#নয়াদিল্লি: কর্ণাটক হাতছাড়া হয়েছে ৷ কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নিজেদের ক্ষমতা ধরে রাখতে এখন থেকেই মরিয়া বিজেপি ৷ তাই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার বাংলা জয়ের পথ আরও প্রশস্থ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ একইসঙ্গে কর্ণাটক হাতছাড়া হওয়ার জন্য কংগ্রেস এবং জেডিএস জোটকে একসঙ্গে আক্রমণ করলেন তিনি ৷
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
কর্নাটকে বৃহত্তম দল বিজেপি ৷ কর্নাটকে বিজেপির সাফল্য অভাবনীয় ৷ কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানাচ্ছি ৷ নির্বাচনে বিজেপিকে ভোট দেয় জনতা ৷ মহিলা নির্যাতন নিয়ে পদক্ষেপ করা হয় ৷ কিছু লোক বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে ৷ সরকার গঠনের অধিকার বিজেপির ছিল ৷ বৃহত্তম দল হিসেবে বিজেপির অধিকার ৷ সেকারণে রাজ্যপালের কাছে গিয়েছিলাম ৷ এর মধ্যে কোনও অসাংবিধানিক ছিল না ৷
advertisement
advertisement
একইসঙ্গে কংগ্রেসকেও এদিন একহাত নিলেন অমিত শাহ ৷ ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই আনন্দোৎসব চলছে কংগ্রেস-জেডিএস কর্মী সমর্থকদের মধ্যে ৷ সেই নিয়েই কংগ্রেস-জেডিএসকে কটাক্ষ করলেন অমিত ৷ তিনি বলেন,
কংগ্রেস বিরোধী রায় দিয়েছে জনতা ৷ মানুষের রায়কে মর্যাদা দিতেই সরকার গঠন ৷ কর্ণাটকে সরকার গড়তে চায় বিজেপি ৷ অপরদিকে, কংগ্রেস এবং জেডিএস কর্মী সমর্থকদের মধ্যে কেন এত আনন্দ ? সেই কারণটাও স্পষ্ট হওয়া প্রয়োজন ৷ মাত্র ৩৭ আসনে জয়ী হয়েছে জেডিএস ৷ তবুও জয়ের উৎসব করছে জেডিএস ৷ নকল ভোটার কার্ডের কারখানার হদিশ ৷ নকল ভোটার কার্ডে অভিযুক্ত হয়েছে কংগ্রেস ৷ তবু, এই আনন্দ কীসের ?’
advertisement
দেশের একাধিক রাজ্যে যে গেরুয়া ঝড় অব্যাহত ৷ তাঁর নেপথ্যে অন্যতম ভূমিকা গ্রহণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা দুঁদে রাজনীতিবিদ অমিত শাহ ৷ তাঁর কথায়,
কংগ্রেসের থেকে ১৪ রাজ্য ছিনিয়ে নিয়েছি ৷ সুবিধাবাদী জোট করেছে কংগ্রেস-জেডিএস ৷ জনতার কাছে সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা করছে কংগ্রেস ৷ কিন্তু ২০১৯-এ কোনওভাবেই কংগ্রেস সুবিধা নিতে পারবে না ৷ ২০১৯-এ ক্ষমতায় ফিরবে বিজেপি ৷ দক্ষিণ ভারতে আমরাই বৃহত্তম দল হব ৷ ক্ষমতায় ফেরা নিয়ে দেশবাসীর সংশয় নেই ৷’
advertisement
কর্ণাটক পরাজয় নিয়ে একটু ভেঙে পড়েছেন তিনি ঠিকই ৷ কিন্তু এরপরও হাল ছাড়তে নারাজ অমিত শাহ ৷ সদ্য পঞ্চায়েত ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল ৷ কিন্তু বাংলার দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ পুরুলিয়া, ঝাড়গ্রামসহ বেশ কিছু জেলায় নজিরবিহীন ভাবে উথ্থান হয়েছে বিজেপির ৷ তাই কর্ণাটক হাতছাড়া হলেও এবার বাংলার মাটিতেই পদ্মফুল ফোটাতে বদ্ধপরিকর অমিত শাহ ৷ আগামী মাসেই রাজ্যে আসছেন অমিত শাহ ৷ কলকাতাতেও সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ ৷ পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেবেন তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটকে সুবিধাবাদী জোট করেছে কংগ্রেস-জেডিএস, কটাক্ষ অমিত শাহের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement