কোচবিহারের জেলা পরিষদেও উড়ল সবুজ আবির, তৃণমূলের সামনে ধরাশায়ী সবাই

Last Updated:

উত্তরবঙ্গের অন্যতম সমৃদ্ধশালী জেলা কোচবিহার ৷ সেই বিখ্যাত কোচ রাজাদের বাসভূমিই এখন তৃণমূলের জয়ভূমিতে পরিণত হয়েছে

#কোচবিহার: উত্তরবঙ্গের অন্যতম সমৃদ্ধশালী জেলা কোচবিহার ৷ সেই এক সময়ের বিখ্যাত কোচ রাজাদের বাসভূমিই এখন তৃণমূলের জয়ভূমিতে পরিণত হয়েছে ৷ পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে উল্লেখযোগ্য ফল করেছে সঙ্গে  জেলা পরিষদের সব কটি আসনেই দাপটের সঙ্গে নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস ৷
কোচবিহারের জেলা পরিষদের ৩৩টি আসনের মধ্যে ৩১টি আসনেই জয়লাভ করেছে শাসকদল ৷ নির্দল প্রার্থী ১টি আসনে জয়ী ৷ ১টি আসনে ভোট হয়নি ৷ তবে সেই আসনও তৃণমূল কংগ্রেসের জেতার প্রবল সম্ভবনা আছে ৷
advertisement
advertisement
কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, ফালাকাটা, হলদিবাড়ি প্রভৃতি অঞ্চলে ঘাসফুল ঝড় সুনামির আকার নিয়ে জেলা পরিষদের ৩১  আসনে জয়ী হয়েছে ৷ মূলত এই জেলায় লড়াই ছিল তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট ও অন্যান্যরা ৷ তৃণমূলের সামনে কেউই খাপ খুলতে পারেনি ৷ ধারে ও ভারে শাসকদলের কাছে পৌঁছতে পারেনি কেউই ৷
এই জয়ের ফলে উত্তরবঙ্গের এই জেলায় তৃণমূলের খুঁটি আরও শক্তপোক্ত, আরও মজবুত হল ৷ কোচবিহারের ওলিতে, গলিতে, শহরতলিতে রচনা হয়েছে সবুজের গান ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কোচবিহারের জেলা পরিষদেও উড়ল সবুজ আবির, তৃণমূলের সামনে ধরাশায়ী সবাই
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement