পূর্ব বর্ধমানের জেলা পরিষদে তৃণমূলের সামনে খড়-কুটোর মত ভেসে গেল বিরোধীরা
Last Updated:
পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রতিটি কোণাই সবুজে সুবজ হয়ে উঠেছে ৷ এখানেও সেই একই তৃণমূলের জয়জয়কার ৷ পূর্ব বর্ধমানের জেলা পরিষদের মোট ৫৮টি আসনের মধ্যে ১৭টি আসনে আসনে ভোট হয়নি ৷
#পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রতিটি কোণাই সবুজে সুবজ হয়ে উঠেছে ৷ এখানেও সেই একই তৃণমূলের জয়জয়কার ৷ পূর্ব বর্ধমানের জেলা পরিষদের মোট ৫৮টি আসনের মধ্যে ১৭টি আসনে আসনে ভোট হয়নি ৷ অবশিষ্ট ৪১টি আসনের প্রতিটিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ৷ বাকি ১৭টা আসনেও তৃণমূল কংগ্রেসের প্রবল জেতার সম্ভবনা ৷
ঐতিহ্যবাহী বর্ধমান অধুনা পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিভাজিত ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম ৷ পূর্ব বর্ধমানের গলসি, রায়না, মেমারি, খণ্ডকোষ, আউশগ্রাম, কালনা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে উঠেছে তৃণমূল ঝড় সেই ঝড়েই কুপকাত অন্যরা ৷
advertisement
advertisement
রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিপুল পরিমাণে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সব আসনেই সব জয়ী তৃণমূল কংগ্রেস ৷ আমাদের সমীক্ষাও ছিল তাই আমরা আরও একবার সঠিক তথ্য পেশ করেছি আগের মতই ৷
view commentsLocation :
First Published :
May 18, 2018 2:03 PM IST