সমাজ গঠনে অভিজ্ঞ, তাই সিভিল ইঞ্জিয়ারদের সিভিল সার্ভিসে আসা উচিত, দাবি বিপ্লব দেবের

Last Updated:
#গুয়াহাটি: কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি কর্মীদের উদ্দেশে পরামর্শ দিয়েছিলেন, মিডিয়ার হাতে মশলা না তুলে দিতে ৷ বেফাঁস মন্তব্য করা থেকে বিরত থাকতেও উপদেশ দিয়েছিলেন ৷ তবে কে শোনে কার কথা! এ দিকে একের পর এক আলটপকা মন্তব্য করেই চলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷
কিছুদিন আগে মহাভারতের যুগে ইন্টারনেট ছিল বলে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷
এখানেই থেমে থাকেননি তিনি ৷ ‘‘ডায়না হেডেন মিস ওয়ার্ল্ড যোগ্য ছিলেন না ৷ তিনি খেতাব জিতেছিলেন শুধুই বাণিজ্যিক কারণে ৷ ঐশ্বর্য রাই এই খেতাব জিতেছিলেন ৷ উনি এই খেতাবের জন্য উপযুক্ত ৷’’- তাঁর এই মন্তব্য সামনে আসতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ৷ যদিও এই মন্তব্য করার চব্বিশ ঘণ্টার মধ্যেই ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
আবার বেলাগাম মন্তব্যের জেরে খবরের শিরোনামে এলেন বিল্পব দেব ৷ গতকাল সমাবেশে তিনি মন্তব্য করেন, ‘‘সিভিল সার্ভিস পরীক্ষার জন্য মেকানিক্যাল ইঞ্জিয়াররা যোগ্য নন ৷ বরং সিভিল ইঞ্জিনিয়াররাই যোগ্য এই পরীক্ষার ক্ষেত্রে ৷’’ তাঁর আরও বক্তব্য সিভিল ইঞ্জিয়ারদের সমাজ গড়ার ক্ষেত্রে সম্যক জ্ঞান রয়েছে ৷ তাঁর এই বক্তব্য সামনে আসতেই আরও একবার সমালোচনার মুখে পড়তে হয়েছে বিপ্লব দেবকে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সমাজ গঠনে অভিজ্ঞ, তাই সিভিল ইঞ্জিয়ারদের সিভিল সার্ভিসে আসা উচিত, দাবি বিপ্লব দেবের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement