ঘুরতে এসে আর ফেরা হল না, কাশ্মীরে পাথর হামলায় মৃত দক্ষিণী পর্যটক

Last Updated:

ভূস্বর্গ চাক্ষুষ করার সাধ ছিল ৷ কিন্তু সেই আশ মিটতে না মিটতে ভূস্বর্গেই চিরনিদ্রায় চলে গেল ২২ বছরের তরতাজা প্রাণ ৷ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ছোঁড়া পাথরের ঘায়ে মারা গেলেন আর থিরুমণি ৷

#জম্মু ও কাশ্মীর: ভূস্বর্গ চাক্ষুষ করার সাধ ছিল ৷ কিন্তু সেই আশ মিটতে না মিটতে ভূস্বর্গেই চিরনিদ্রায় চলে গেল ২২ বছরের তরতাজা প্রাণ ৷ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ছোঁড়া পাথরের ঘায়ে মারা গেলেন আর থিরুমণি ৷ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বললেন, ‘লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ৷’ নিন্দাজনক এই ঘটনার প্রতিবাদে সরব বিভিন্ন মহল ৷
গত সপ্তাহে জঙ্গিদমন অভিযানে চার সাধারণ নাগরিক সহ ২০ জন মৃত্যুর পর থেকেই থমথমে পরিস্থিতি জম্মু-কাশ্মীরে। লাগাতার বনধে কার্যত স্তব্ধ ভূস্বর্গ ৷ একের পর এক সংঘর্ষে জখম স্থানীয় মানুষ থেকে সাধারণ পর্যটকও ৷ এমনকী নজিরবিহীনভাবে পাথর ছোঁড়া হয় পর্যটকদের উপরেও ৷ লাগাতর সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন ৷
advertisement
advertisement
এরমধ্যেই ছিলেন আর থিরুমণি ৷ বাবা-মায়ের সঙ্গে কাশ্মীরে বেড়াতে এসেছিলেন তিনি ৷ সে সময় শ্রীনগর-গুলমার্গ রোডে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছিল বিক্ষোভকারীদের। বাদগাম জেলার নরবলের কাছে আর.থিরুমণিদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। গুরুতর জখম হন থিরুমণি ৷ তাঁর পরিবারের অন্য সদস্যদেরও আঘাত লাগে ৷ মাথায় চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই তরুণ ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷
advertisement
কড়া ভাষায় ঘটনার প্রতিবাদ করেন বিরোধী দলনেতা ওমর আবদুল্লা ৷ রাজ্যের একজন অতিথির সঙ্গে এ রকম আচরণ এবং তাঁর শোচনীয় পরিণতির তীব্র নিন্দা করেন তিনি ৷ রাজ্যের অশান্ত পরিস্থিতির দায় মেনে নিয়ে মুখ্যমন্ত্রীর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ঘুরতে এসে আর ফেরা হল না, কাশ্মীরে পাথর হামলায় মৃত দক্ষিণী পর্যটক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement