রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দমকল পাচ্ছেন ফিরহাদ, আবাসন পাচ্ছেন অরূপ বিশ্বাস
Last Updated:
#কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় রদবদল ৷ শোভনের ছেড়ে যাওয়া দুই দফতরের দায়িত্ব পাচ্ছেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস ৷ দমকল মন্ত্রী হচ্ছেন ফিরহাদ হাকিম ৷ আবাসন মন্ত্রী হচ্ছেন অরূপ বিশ্বাস ৷ মন্ত্রীত্ব পদে ইস্তফা দেওয়ার পর দমকল ও আবাসনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল ববিকে ৷ সেক্ষেত্রে ‘হবু’ মেয়রের তালিকায় একাধিক নাম উঠে এলেও ফিরহাদের সম্ভাবনাই বেশি ছিল ৷
কলকাতার নতুন মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হবেন অতীন ঘোষ। পুর আইন অনুযায়ী এতদিন কাউন্সিলর না হলে মেয়র হওয়া যেত না। এই আইনেই সংশোধনী এনেছে রাজ্য সরকার। যাতে বলা হয়েছে, যে কেউই কলকাতা পুরসভার মেয়র হতে পারেন। তবে তাঁকে ৬ মাসের মধ্যে কোনও আসনে জিতে আসতে হবে। অর্থাৎ, নতুন মেয়র ফিরহাদ হাকিম যেহেতু কাউন্সিলর নন, তাই তাঁকে কোনও ওয়ার্ড থেকে ৬ মাসের মধ্যে ভোটে জিততে হবে।
view commentsLocation :
First Published :
November 22, 2018 6:27 PM IST