৫ আইপিএস অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের
Last Updated:
#নয়াদিল্লি: মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থলে পুলিশ কর্মীদের হাজিরা নিয়ে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র, স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর । ৪ ফেব্রুয়ারি যে সমস্ত পুলিশকর্মী মুখ্যমন্ত্রীর ধর্নাস্থলে উপস্থিত ছিলেন, ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী রাজ্যকে ৫ পুলিশ কর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।আজই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজ্যকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
MHA Sources: Centre has taken a dim view of serving officers of uniformed forces taking part in dharna. MHA has asked the WB government to take action against the officers who had participated in dharna in Kolkata on 4th February as per All India Services (Conduct) Rules. pic.twitter.com/t9oUaiwOH0
— ANI (@ANI) February 7, 2019
advertisement
advertisement
ডিজিপি বীরেন্দ্র কুমার, এডিজি বিনীত কুমার গয়াল, আইন-শৃঙ্খলা বিষয়ক এডিজি অনুজ শর্মা, বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং ও কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
আইনি পদক্ষেপের পাশাপাশি তাঁদের পদাধিকার অভিযুক্ত অফিসারেদের বিরুদ্ধে পদোন্নতি আটকানো ও পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্তের পথেও হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার।সেন্ট্রাল ডেপুটেশন থেকে নাম বাদ যেতে পারে এই ৫ অফিসারের ।
view commentsLocation :
First Published :
February 07, 2019 4:33 PM IST