ভারতের সফল সার্জিক্যাল স্ট্রাইক, ব্যাকফুটে পাক প্রশাসন
Last Updated:
মুখে নয় কাজে করে দেখাল ভারতীয় সেনা। পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক। ধূলোয় মিশে গেল পাক মদতপুষ্ট আটটি জঙ্গি ঘাঁটি। ভারতের জবাবে কিছুটা ব্যাকফুটে ইসলামাবাদ। মুখ রক্ষায় সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য মানতে নারাজ পাক প্রতিরক্ষামন্ত্রী। যদিও, ভারতকে পালটা জবাবের হুঙ্কার পাক সেনা প্রধানের।
সেনা কর্তার দিন কয়েক আগের এই হুঁশিয়ারিই খাতায় কলমে সফল। সময় জায়গা ভারতই বেছে নিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের মাটিতে ভীমবের, হটস্প্রিং ও লিপাসহ আটটি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার অভিযান। খতম জঙ্গি। কিন্তু, ভারতের এই সাফল্য প্রথমে মানতেই চায়নি পাকিস্তান।
Location :
First Published :
October 01, 2016 10:50 AM IST