জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়েই সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে চাইছে পাকিস্তান। টানটান উত্তেজনা সীমান্তে। রবিবার, বারামুলায় ক্যাম্পে হামলা চালায় এক দল জঙ্গি। গুরুদাসপুরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার পর , পুঞ্চেও গোলাগুলি ছোড়ে পাক সেনা। যদিও, প্রতিটি ক্ষেত্রেই জঙ্গিদের রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
উত্তেজনার পারদ চড়ছে সীমান্তে। রবিবার বিএসএফ সেন্ট্রি ক্যাম্পে হামলা জঙ্গিদের ৷ উরি হামলার পনেরো দিনের মাথায় ফের জঙ্গি নাশকতা। রাতের অন্ধকারে বারামুলায় বিএসএফ ক্যাম্পে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে এক জওয়ানের মৃত্যু হয়েছে। পাল্টা গুলিতে ২ জঙ্গিও মারা যায়। বিএসএফ ক্যাম্পের চারপাশে জনবসতি থাকায় ব্যাপক ফায়ারিংয়ে সমস্যা হয় জওয়ানদের। সেই সুযোগে বাকি ২ জঙ্গি রাতের অন্ধকারে গা ঢাকা দেয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baramulla, Bengali News, Cartoon News, ETV News Bangla, Militants Attack Army Camp, Surgical Attack