সীমান্তে চড়ছে পারদ, বারামুলার ক্যাম্পে জঙ্গিদের হামলা
Last Updated:
জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়েই সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে চাইছে পাকিস্তান। টানটান উত্তেজনা সীমান্তে।
জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়েই সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে চাইছে পাকিস্তান। টানটান উত্তেজনা সীমান্তে। রবিবার, বারামুলায় ক্যাম্পে হামলা চালায় এক দল জঙ্গি। গুরুদাসপুরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার পর , পুঞ্চেও গোলাগুলি ছোড়ে পাক সেনা। যদিও, প্রতিটি ক্ষেত্রেই জঙ্গিদের রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
উত্তেজনার পারদ চড়ছে সীমান্তে। রবিবার বিএসএফ সেন্ট্রি ক্যাম্পে হামলা জঙ্গিদের ৷ উরি হামলার পনেরো দিনের মাথায় ফের জঙ্গি নাশকতা। রাতের অন্ধকারে বারামুলায় বিএসএফ ক্যাম্পে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে এক জওয়ানের মৃত্যু হয়েছে। পাল্টা গুলিতে ২ জঙ্গিও মারা যায়। বিএসএফ ক্যাম্পের চারপাশে জনবসতি থাকায় ব্যাপক ফায়ারিংয়ে সমস্যা হয় জওয়ানদের। সেই সুযোগে বাকি ২ জঙ্গি রাতের অন্ধকারে গা ঢাকা দেয়।
view commentsLocation :
First Published :
October 04, 2016 11:01 AM IST

