ভোটের আগে কংগ্রেসে ছড়াল অসন্তোষ
Last Updated:
সমঝোতা দূরের কথা। সরাসরি লড়াইয়ে নামল বাম-কংগ্রেস। কংগ্রেসের ঘোষিত আসনের ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। এর মধ্যে রয়েছে অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদের সাতটি কেন্দ্র।
সমঝোতা দূরের কথা। সরাসরি লড়াইয়ে নামল বাম-কংগ্রেস। কংগ্রেসের ঘোষিত আসনের ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। এর মধ্যে রয়েছে অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদের সাতটি কেন্দ্র। এখনও অবধি ১৯টি কেন্দ্রে বাম-কংগ্রেস লড়াইয়ের ইঙ্গিত। এমনটাই আশা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। কিন্তু, বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যানের প্রার্থী তালিকা ঘোষণায় জোট কার্যত ভেস্তে যাওয়ার মুখে। বামেরা প্রথম দফায় ১১৬ জনের নাম প্রকাশ করে। কংগ্রেসের আসন তালিকায় একটি আসনেই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সম্ভাবনা ছিল। পুরুলিয়ার জয়পুর। কিন্তু এই জোট কাণ্ড নিয়েই দলের ভিতরেই বাড়ল অসন্তোষ ৷ গোষ্ঠী দন্দ্বে নেমে পড়ল কংগ্রেস নেতৃত্বরা ৷ সামনে বিধানসভা নির্বাচন ৷ তার আগে নিজেদের মধ্যে সংঘর্ষকে মোটেই ভালো চোখে দেখছেন না কংগ্রেস প্রেমীরা ৷ অন্যদিকে একদিকে জোট-সঙ্কট, অন্যদিকে তালিকা নিয়ে দুপক্ষের নিচুতলায় অসন্তোষ। সবমিলিয়ে ভোটের মুখে আরও ব্যাকফুটে বাম-কংগ্রেস। স্বস্তিতে শাসক দল।
Location :
First Published :
March 11, 2016 7:53 PM IST