ভোট এলেই নেতাদের দরদ উথলে ওঠে
Last Updated:
ভোট এলেই নেতাদের দরদ উথলে ওঠে ৷ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে মাথায় রেখে বাজেট পেশ করেছে মোদি সরকার ৷ পাছে ভোট ব্যাঙ্ক হাত ছাড়া হয় সেই ভয়ে কৃষকের কর মকুবের মতো নানা বিষয়ে সাবধানী পদক্ষেপ নিয়েছে মোদি সরকার ৷ নির্বাচনের পূর্বেই সরকারের মন আর্দ্র হয় গরিবের দুঃখ ৷ এরপরের পাঁচ বছর তো বিস্মৃতির অতলেই তলিয়ে যাবেন গরীবরা ৷
ভোট এলেই গরীবদের জন্য নেতাদের দরদ উথলে ওঠে ৷ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে মাথায় রেখে বাজেট পেশ করেছে মোদি সরকার ৷ পাছে ভোট ব্যাঙ্ক হাত ছাড়া হয় সেই ভয়ে কৃষকের কর মকুবের মতো নানা বিষয়ে সাবধানী পদক্ষেপ নিয়েছে মোদি সরকার ৷ নির্বাচনের পূর্বেই সরকারের মন আর্দ্র হয় গরিবের দুঃখ ৷ এরপরের পাঁচ বছর তো বিস্মৃতির অতলেই তলিয়ে যাবেন গরীবরা ৷
Location :
First Published :
March 28, 2016 7:50 PM IST