Zomato’s 10-Minute Delivery Plan|| জোম্যাটো ইনস্ট্যান্ট! বাড়ির দরজায় ১০ মিনিটে কোন কোন খাবার পৌঁছবে জোম্যাটো? রইল তালিকা...

Last Updated:

Zomato’s 10-Minute Delivery Plan: জোম্যাটো ইনস্ট্যান্ট। বাজারে নতুন এল জোম্যাটোর এই নয়া সংস্করণ। এক ব্লগস্পটে সংস্থার সিইও জানিয়েছেন, গরম খাবার একেবারে চটদলদি সরবরাহ করতেই এই নয়া উদ্যোগ।

#কলকাতা: খাবার অর্ডার দেওয়ার পর ৩০ মিনিট অপেক্ষার দিন শেষ। সোমবার জোম্যাটোর সিইও দীপেন্দর গোয়েল জানিয়েছেন, এ বার জোম্যাটো মাত্র ১০ মিনিটে সরবরাহ করবে অর্ডার। তবে খাবারের মান ও ডেলিভারি বয়ের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না।
জোম্যাটো ইনস্ট্যান্ট। বাজারে নতুন এল জোম্যাটোর এই নয়া সংস্করণ। এক ব্লগস্পটে সংস্থার সিইও জানিয়েছেন, গরম খাবার একেবারে চটদলদি সরবরাহ করতেই এই নয়া উদ্যোগ। এ বার থেকে খাবারের অর্ডারের ১০ মিনিটের মধ্যে জোম্যাটো বয় আপনার দরজায় পৌঁছে জাবেন। ভারতে ফুড ডেলিভারি ক্যাটেগোরিতে এ ঘটনা প্রথম।
advertisement
advertisement
advertisement
তবে সব ধরনের খাবার এই ১০ মিনিটের মধ্যে কিন্তু পাওয়া যাবে না। ট্যুইট করে জানানো হয়েছে, কয়েকটি বিশেষ খাবার এই ১০ মিনিটের মধ্যে পরিবেশন করা সম্ভব। মূলত পোহা, ব্রেড-অমলেট, চা, কফি, বিরিয়ানি, মোমো জাতীয় খাবার ১০ মিনিটে পৌঁছে যাবে উপভোক্তার কাছে। পরে আরও একটি ট্যুইটে জানান হয় গ্রাহকের কাছে ১০ মিনিটে পউছে দেওয়া হবে সকলের 'হট ফেভারিট' ম্যাগিও।
advertisement
সংস্থার সিইও দীপেন্দর গোয়াল জানিয়েছেন, 'আরও বেশি মানুষের কাছে আরও ভাল খাবার' পৌঁছে দিতেই নয়া জোম্যাটো ইনস্ট্যান্ট। সংস্থার দাবি, ৩০ মিনিটের গড় হিসাবে খাবারের ডেলিভারি খুবই ধীর গতির ছিল। এ বার তার জায়গায় এসে গেল ১০ মিনিটে হাতে গরম খাবারের পরিবেশন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Zomato’s 10-Minute Delivery Plan|| জোম্যাটো ইনস্ট্যান্ট! বাড়ির দরজায় ১০ মিনিটে কোন কোন খাবার পৌঁছবে জোম্যাটো? রইল তালিকা...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement