২ কোটি টাকা জেতার সুযোগ দিচ্ছে এই সরকারি সংস্থা, কেবল এই নম্বরে পাঠাতে হবে একটি মেসেজ !

Last Updated:

দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির মাঝে ইন্ডিয়ান অয়েল গ্রাহকদের ২ কোটি টাকার জেতার সুযোগ দিচ্ছে ৷

#নয়াদিল্লি: অল্প সময়ে কোটিপতি হওয়ার বোধহয় এর চেয়ে ভাল সুযোগ আর হয় না ৷ দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির মাঝে ইন্ডিয়ান অয়েল গ্রাহকদের ২ কোটি টাকার জেতার সুযোগ দিচ্ছে ৷ সংস্থার তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷ সংস্থার তরফে একটি বিশেষ অফার শুরু করা হয়েছে ৷ নাম - ‘ডিজেল ভরো, ইনাম পাও’ (Diesel Bharo, Inaam jeeto) ৷ ১৮ বছরের উর্ধ্বে যে কোনও ব্যক্তি এই অফারের সুবিধা নিতে পারবেন ৷
এই অফারে অংশ নিতে হলে ইন্ডিয়ান অয়েলের যে কোনও রিটেল আউটলেটে কমপক্ষে ২৫ লিটার বা তার বেশি ডিজেল কিনতে হবে ৷ শর্ত হচ্ছে একটা বিলে ২৫ লিটার তেল কিনতে হবে ৷
২৫ লিটার বা তার বেশি ডিজেল কেনার পর যে সিঙ্গল প্রিন্টেড বিল পাবেন তার ডিলার কোড ও বিল নম্বর টাইপ করে 7799033333 নম্বরে পাঠাতে হবে ৷
advertisement
advertisement
SMS DEALER CODE

এসএমএস-এর সুবিধা BSNL / MTNL / VI / এয়ারটেল / এয়ারসেল / জিও ব্যবহারকারীরা পাবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২ কোটি টাকা জেতার সুযোগ দিচ্ছে এই সরকারি সংস্থা, কেবল এই নম্বরে পাঠাতে হবে একটি মেসেজ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement