কড়কনাথ নয়, এই বিশেষ জাতের দেশি মুরগি চাষেই ফিরেছে ভাগ্য, প্রতি মাসে আয় হচ্ছে দেড় লাখ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- local18
- Written by:Trending Desk
Last Updated:
আদিত্য কাটিহারের সাউরিয়া গ্রামে দেশি মুরগির চাষ শুরু করেন। এখন প্রতি মাসে ১.৫০ লক্ষ টাকা আয় করছেন।
কলকাতা: করোনার সময় অনেক মানুষের জীবনই বদলে গিয়েছে। অনেক মানুষই এই সময় নিজের পরিশ্রমের জোরে সফল হয়েছেন। এমন বহু গল্প আমরা সত্য হতে দেখেছি।
আজ আমরা আবার এমন এক সাফল্যের কাহিনী শুনব। কাটিহারের এই সফল যুবকের নাম আদিত্য কুমার। আদিত্য লকডাউনের আগে অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। করোনায় সব কিছু বন্ধ হয়ে গেলে তিনি বাড়ি ফিরে আসেন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও আদিত্য সিদ্ধান্ত নেন যে তিনি আর অন্য রাজ্যে যাবেন না।
advertisement
advertisement
বিএসসি পাস আদিত্য ইতিমধ্যেই ফার্মে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ভাবনাকেই ব্যবসায় রূপান্তরিত করে আদিত্য কাটিহারের সাউরিয়া গ্রামে দেশি মুরগির চাষ শুরু করেন। এখন তিনি পোলট্রি ফার্ম থেকে প্রতি মাসে ১.৫০ লক্ষ টাকা আয় করছেন।
আদিত্য বলেন, কোনও কাজই ছোট বা বড় নয়। এই চিন্তা করেই একসময় অন্য রাজ্যে কাজ করা আদিত্য এখন দেশি মুরগির খামার চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। সমগ্র সমাজই তাঁর চিন্তাভাবনার প্রশংসা করেছেন।
advertisement
বর্তমানে আদিত্য কাটিহারের পাশাপাশি পূর্ণিয়াতেও দেশি মুরগি সরবরাহ করেন। ব্যবসা সফল হওয়ার পর এখন আরও বড় পরিসরে ব্যবসা করার কথা ভাবছেন তিনি। আদিত্য জানিয়েছেন যে তিনি যখন মধ্যপ্রদেশে ছিলেন, তখন সৌরিয়ায় তাঁদের পৈতৃক জমি থেকে কোনও উপার্জনই হত না।
advertisement
করোনা মহামারীর সময় লকডাউন জারি হলে তিনি সাউরিয়ায় বাবার কাছে এসে ফার্ম চালানো শুরু করেন। বর্তমানে তাঁরা প্রায় ৪ থেকে ৫ কুইন্টাল দেশি মুরগি বিক্রি করে অনেক টাকা লাভ করছেন। আদিত্য কুমার আরও জানান, দেশি মুরগির খুচরো দাম প্রতি কেজি ৩০০ টাকা, যেখানে পাইকারি দাম প্রতি কেজি ২৫০ টাকা। আদিত্য কুমার জানিয়েছেন যে তিনি এই ব্যবসা নিয়ে খুবই খুশি এবং গর্ব অনুভব করেন। পরিশ্রমের মাধ্যমে তাঁর আশেপাশের মানুষদেরও আদিত্য সফল হওয়ার পথ বলে দিয়েছেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 4:39 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কড়কনাথ নয়, এই বিশেষ জাতের দেশি মুরগি চাষেই ফিরেছে ভাগ্য, প্রতি মাসে আয় হচ্ছে দেড় লাখ টাকা