Money Making Tips: উৎসবের মরশুমে গাঁদা চাষ দেবে কম বিনিয়োগেও অফুরন্ত লাভের সন্ধান, আপনিও হবেন মালামাল

Last Updated:

এইসব ফসলে অনেক কম বিনিয়োগ করে অনেক বেশি লাভ করা সম্ভব।

কলকাতা: ঐতিহ্যবাহী চাষাবাদের পরিবর্তে নানা ধরণের মরশুমি ফসলের চাষ করছেন ভারতের নানা প্রান্তের কৃষকেরা। এতে সারাবছর ফসল যেমন পাওয়া যায়, তেমনই ফসলের তুলনায় লাভের পরিমাণও অনেকটাই বেশি। এইসব ফসলে অনেক কম বিনিয়োগ করে অনেক বেশি লাভ করা সম্ভব। সম্প্রতি তেলঙ্গানার নাগারকরনুল জেলার কৃষকরা প্রতি বছর দশেরা এবং দীপাবলি মরশুমে গাঁদা ফুলের চাষ করছেন। প্রত্যেক বছর দশেরাতে সারাদেশ জুড়ে মানুষ উৎসবে মেতে ওঠেন। দশেরার পর দিওয়ালি উৎসবেও গাঁদা ফুলের ব্যাপক চাহিদা থাকে।
সাধারণত বাজারে এক কেজি গাঁদা বিক্রি হয় দেড়শ টাকায়। বাজারে এই ফুলের চাহিদা দেখে চাষিরা তাদের খামারে দেড় একর জমিতে গাঁদা চাষ করছেন। এই গাঁদা এই উৎসব মরশুম শুরুর ৪০ থেকে ৫০ দিন আগে চাষ করা হয়। এই গাছ থেকে ফসল পেতে পেতে উৎসব এসে পড়ে। উৎসবের মরশুমে এই ফুল ফোটে এবং ফুল বিক্রি হয়। এতে সাধারণ ফসলের চেয়ে অনেক বেশি লাভ হচ্ছে বলে জানান কৃষকরা।
advertisement
advertisement
নগরকুরনুল জেলা সদরের কাছে লিঙ্গাসানিপল্লি গ্রামে, বেশিরভাগ কৃষকরাই গাঁদা চাষ করেছেন। চাষিরা জানিয়েছেন যে, ব্যবসায়ীরা অনেক সময়ই খামারে এসে ফুল নিয়ে যান। সেক্ষেত্রে গেলে প্রতি কেজি ১০০ টাকায় গাঁদা ফুল বিক্রি হয়। এতে অনেকে সুবিধা রয়েছে, তাই এলাকার বেশির ভাগ কৃষক এই ফসল চাষে আগ্রহী হয়েছেন। গাঁদা ফুল যেকোনও জলবায়ুর পরিস্থিতি মানিয়ে নিতে পারে। সামান্য জল সেচের প্রয়োজন হয়। ফলনও হয় ভাল। কয়েক একর জমিতে চাষিরা এবারে বেশিরভাগই হলুদ বা কমলা রঙের গাঁদা ফুলের চাষ করছেন।
advertisement
তাঁরা আরও জানিয়েছেন খুব তাড়াতাড়ি ফলন উঠে যায় বলে, অন্য সময় অন্য ফসল চাষ করতেও কোনও অসুবিধা হয় না। তাতে আখেরে লাভ বাড়ে।
প্রথাগত চাষের বাইরে এই ধরনের ফসলের উপরই ভরসা করেন তাঁরা। নগরকুরনুলের চাষিদের দেখে অনেক এলাকার চাষিরাই উৎসাহিত হচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: উৎসবের মরশুমে গাঁদা চাষ দেবে কম বিনিয়োগেও অফুরন্ত লাভের সন্ধান, আপনিও হবেন মালামাল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement