#নয়াদিল্লি: ICICI ব্যাঙ্কের পর আরও একটি বেসরকারি ব্যাঙ্ক YES Bank গ্রাহকদের জন্য নিয়ে এল নতুন উপহার ৷ সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল ইয়েস ব্যাঙ্ক ৷ ব্যাঙ্ক MCLR কমিয়ে ০.১০ শতাংশ ৷ এর জেরে ব্যাঙ্কের হোম লোন, অটো লোন ও পার্সোনাল লোন আরও সস্তা হতে চলেছে ৷ MCLR কমার জেরে সবচেয়ে সস্তা হতে চলেছে লোন ৷ এর পাশাপাশি আগের তুলনায় কম EMI দিতে হবে ৷
মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট (MCLR) ব্যাঙ্ক তাদের ব্যায় অনুযায়ী, ঋণের সুদ নির্ধারণ করে ৷ MCLR বাড়লে লোনের দরও বেড়ে যায় ৷
#BreakingNews । @YESBANK ने MCLR में 0.10% कटौती की ।#AwaazMarkets pic.twitter.com/lOIUVV0ZL9
— CNBC-AWAAZ (@CNBC_Awaaz) April 3, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank interest rate, MCLR, Yes Bank