West Midnapore News: মাশরুম চাষে বাড়তি মুনাফার আশা দেখাচ্ছেন এক মহিলা 

Last Updated:

সংসার চালানোর পাশাপাশি বিকল্প আয়ের উৎস হিসেবে বাড়িতেই মাশরুম চাষ করছেন এক মহিলা।

+
title=

দাঁতন, পশ্চিম মেদিনীপুর: সংসার চালানোর পাশাপাশি বিকল্প আয়ের উৎস হিসেবে বাড়িতেই মাশরুম চাষ করছেন এক মহিলা। লাভ করছেন ভালই। শুধু মাশরুম চাষ নয়, মাশরুম কে শুকিয়ে তৈরি করছেন আচারও। বাজারে বিক্রি করে বাড়তি মুনাফা পাচ্ছেন দাঁতনের এক মহিলা।
বাড়ির বারান্দাতে ১০০টিরও বেশি ব্যাগে মাশরুম চাষ করছেন তাপসী দে। বাড়িতে সংসার চালানোর পাশাপাশি তিনি বাড়তি আয় রোজগারের আশায় মাশরুম চাষ করেছেন। তাপসী জানাচ্ছেন, একটি ব্যাগে মাশরুম চাষ করতে খরচ হয় ৫০ থেকে ৬০ টাকা। এবং সেই ব্যাগ থেকে মাশরুম পাওয়া যায় তিন কিলোরও বেশি। বাজারে মাশরুমের প্রতি কেজি বাজার মূল্য ১০০ থেকে দেড়শ টাকা। ভালো তো বাড়তি লাভ হয় মাশরুম চাষ করে। তিনি পশ্চিম মেদিনীপুরের দাতনের একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়েছেন।
advertisement
advertisement
এরপরই বাড়িতে চাষ করেছে এই মাশরুম। প্রাথমিকভাবে তিনি দশ ব্যাগ দিয়ে শুরু করেছিলেন মাশরুম চাষ। পরবর্তীতে বাড়িতেই ১০০ ব্যাগ মাশরুমের চাষ করেছেন তিনি। শুধুমাত্র মাশরুম চাষ করে বিক্রি নয়, বাড়িতেই মাশরুমকে শুকিয়ে নানান উপকরণ দিয়ে তৈরি করেন আচার ও। যা বাজারে বিক্রি হয় আড়াইশো টাকা বেশি কেজি দরে।
advertisement
স্থানীয় বাজারে বিক্রি করে খুব একটা লাভ পান না তাপসী দেবী। তবে সরকারি কিংবা বেসরকারি তরফে মাশরুমের বাজার তৈরি করা গেলে এলাকার মহিলাদের নিয়ে বড় আকারে মাশরুম চাষ করবেন তিনি বলে জানিয়েছেন। বাড়ির মহিলাদের স্বনির্ভর করার আশা দেখাচ্ছেন দাঁতনের তাপসী দে
advertisement
Ranjan Chanda
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Midnapore News: মাশরুম চাষে বাড়তি মুনাফার আশা দেখাচ্ছেন এক মহিলা 
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement