কর্মী ছাঁটাই করছে WIPRO, আগামী দিনে সংখ্যা বাড়ার আশঙ্কা

Last Updated:

পারফরম্যান্সের ভিত্তিতে ৩০০ থেকে প্রায় ৬০০জন কর্মীকে ছাঁটাই করল উইপ্রো ৷

#নয়াদিল্লি: পারফরম্যান্সের ভিত্তিতে ৩০০ থেকে প্রায় ৬০০জন কর্মীকে ছাঁটাই করল উইপ্রো ৷ আগামী কয়েকমাসে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
পারফর্ম্যান্স অ্যাপ্রেসালের প্রক্রিয়ার পর তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো এই সিদ্ধান্ত নিয়েছে ৷ গত কয়েক বছরের দেশের তৃতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো উন্নয়নের গতি স্লথ হয়ে আসছিল ৷ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সংস্থায় ৷ ডিসেম্বর ৩১ পর্যন্ত উইপ্রোর কর্মী সংখ্যা ছিল ১.৭৯ লক্ষ ৷
এই বিষয়ে উইপ্রো একটি বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত কর্মীদের একটি মূল্যায়ন করা হয়ে থাকে ৷ এই প্রক্রিয়া কর্মীদের কর্মক্ষমতা সামনে আসে ৷ দরকারে অনেককে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে ৷ আবার কিছু ক্ষেত্রে অনেককে সংস্থা থেকে সরেও যেতে হয় ৷ প্রতি বছর অবশ্য এই সংখ্যাটি বদলাতে থাকে ৷ এবছর ঠিক কতজনকে সরে যেতে হচ্ছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছুই তারা বলতে নারাজ ৷
advertisement
advertisement
এর আগে প্রতিদ্বন্ধী সংস্থা কগনিজেন্টও প্রায় ৬০০০ কর্মী ছাঁটাই করছে ৷ সারা ভারতে কগনিজেন্টের প্রায় ৭৫ শতাংশ কর্মী রয়েছে। তাদের মধ্যে ২ শতাংশকে ছাঁটাই করা হয়েছে ৷ এবার সেই পথেই এবার হাঁটছে উইপ্রো ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কর্মী ছাঁটাই করছে WIPRO, আগামী দিনে সংখ্যা বাড়ার আশঙ্কা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement