কর্মী ছাঁটাই করছে WIPRO, আগামী দিনে সংখ্যা বাড়ার আশঙ্কা

Last Updated:

পারফরম্যান্সের ভিত্তিতে ৩০০ থেকে প্রায় ৬০০জন কর্মীকে ছাঁটাই করল উইপ্রো ৷

#নয়াদিল্লি: পারফরম্যান্সের ভিত্তিতে ৩০০ থেকে প্রায় ৬০০জন কর্মীকে ছাঁটাই করল উইপ্রো ৷ আগামী কয়েকমাসে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
পারফর্ম্যান্স অ্যাপ্রেসালের প্রক্রিয়ার পর তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো এই সিদ্ধান্ত নিয়েছে ৷ গত কয়েক বছরের দেশের তৃতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো উন্নয়নের গতি স্লথ হয়ে আসছিল ৷ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সংস্থায় ৷ ডিসেম্বর ৩১ পর্যন্ত উইপ্রোর কর্মী সংখ্যা ছিল ১.৭৯ লক্ষ ৷
এই বিষয়ে উইপ্রো একটি বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত কর্মীদের একটি মূল্যায়ন করা হয়ে থাকে ৷ এই প্রক্রিয়া কর্মীদের কর্মক্ষমতা সামনে আসে ৷ দরকারে অনেককে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে ৷ আবার কিছু ক্ষেত্রে অনেককে সংস্থা থেকে সরেও যেতে হয় ৷ প্রতি বছর অবশ্য এই সংখ্যাটি বদলাতে থাকে ৷ এবছর ঠিক কতজনকে সরে যেতে হচ্ছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছুই তারা বলতে নারাজ ৷
advertisement
advertisement
এর আগে প্রতিদ্বন্ধী সংস্থা কগনিজেন্টও প্রায় ৬০০০ কর্মী ছাঁটাই করছে ৷ সারা ভারতে কগনিজেন্টের প্রায় ৭৫ শতাংশ কর্মী রয়েছে। তাদের মধ্যে ২ শতাংশকে ছাঁটাই করা হয়েছে ৷ এবার সেই পথেই এবার হাঁটছে উইপ্রো ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কর্মী ছাঁটাই করছে WIPRO, আগামী দিনে সংখ্যা বাড়ার আশঙ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement