রেশন কার্ড থাকলে লকডাউনে পেয়ে যাবেন ৫০ হাজার টাকা ? জেনে নিন সত্যিটা

Last Updated:

শুধু তাই নয় বলা হয়েছে রেশন কার্ড হোল্ডারদের অনলাইনে এই টাকা ট্রান্সফার করা হবে ৷

#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন রকমের খবর বা ঘটনা ভাইরাল হতে থাকে ৷ তবে এর মধ্যে বেশ কিছু ঘটনা বা খবর ফেক হয়ে থাকে ৷ সম্প্রতি এরকমই একটি মেসেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ তাতে দাবি করা হয় যে কেন্দ্র সরকার Rashtriya Sikshit Berojgar Yojana নামে একটি স্কিম চালু করেছে ৷ এই যোজনায় সমস্ত রেশন কার্ডহোল্ডারদের ৫০০০০ টাকার রিলিফ প্যাকেজ দেওয়া হবে ৷ এর জন্য একটি লিঙ্কে গিয়ে রেজিষ্ট্রেশন করাতে হচ্ছে ৷ শুধু তাই নয় বলা হয়েছে রেশন কার্ড হোল্ডারদের অনলাইনে এই টাকা ট্রান্সফার করা হবে ৷
ভাইরাল হওয়া এই ফেক মেসেজে দাবি করা হয়েছে, প্রবীণ নাগরিক, বিধবা, কৃষক, দিনমজুর ও চাকরি নেই এরকম সকল রেশন কার্ডহোল্ডারদের এই টাকা ট্রান্সফার করা হবে ৷ এই স্কিম প্রথমে এলে প্রথমে পাবেন এই হিসেবে কাজ করবে ৷ এবং কেবল প্রথম ৪০০০০ জনকে এই সুবিধা দেওয়া হবে ৷
ভারত সরকারের পিআইবি-র তরফে এই খবরটি সম্পূর্ণ ফেক বলে জানানো হয়েছে ৷ PIB Fact Check আধিকারিক ট্যুইটে জানিয়েছেন, ‘PIB Fact Check-এ জানা গিয়েছে যে খবরটি সম্পূর্ণ ফেক ৷ সরকারের তরফে এরকম কোনও যোজনা লঞ্চ করা হয়নি ৷ এরকম ফেক সাইট থেকে সাবধান থাকুন কারণ এই ভাবে আপনার ব্যক্তিগত তথ্য জোগার করছে প্রতারকরা ৷’
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেশন কার্ড থাকলে লকডাউনে পেয়ে যাবেন ৫০ হাজার টাকা ? জেনে নিন সত্যিটা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement