রেশন কার্ড থাকলে লকডাউনে পেয়ে যাবেন ৫০ হাজার টাকা ? জেনে নিন সত্যিটা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
শুধু তাই নয় বলা হয়েছে রেশন কার্ড হোল্ডারদের অনলাইনে এই টাকা ট্রান্সফার করা হবে ৷
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন রকমের খবর বা ঘটনা ভাইরাল হতে থাকে ৷ তবে এর মধ্যে বেশ কিছু ঘটনা বা খবর ফেক হয়ে থাকে ৷ সম্প্রতি এরকমই একটি মেসেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ তাতে দাবি করা হয় যে কেন্দ্র সরকার Rashtriya Sikshit Berojgar Yojana নামে একটি স্কিম চালু করেছে ৷ এই যোজনায় সমস্ত রেশন কার্ডহোল্ডারদের ৫০০০০ টাকার রিলিফ প্যাকেজ দেওয়া হবে ৷ এর জন্য একটি লিঙ্কে গিয়ে রেজিষ্ট্রেশন করাতে হচ্ছে ৷ শুধু তাই নয় বলা হয়েছে রেশন কার্ড হোল্ডারদের অনলাইনে এই টাকা ট্রান্সফার করা হবে ৷
ভাইরাল হওয়া এই ফেক মেসেজে দাবি করা হয়েছে, প্রবীণ নাগরিক, বিধবা, কৃষক, দিনমজুর ও চাকরি নেই এরকম সকল রেশন কার্ডহোল্ডারদের এই টাকা ট্রান্সফার করা হবে ৷ এই স্কিম প্রথমে এলে প্রথমে পাবেন এই হিসেবে কাজ করবে ৷ এবং কেবল প্রথম ৪০০০০ জনকে এই সুবিধা দেওয়া হবে ৷
ভারত সরকারের পিআইবি-র তরফে এই খবরটি সম্পূর্ণ ফেক বলে জানানো হয়েছে ৷ PIB Fact Check আধিকারিক ট্যুইটে জানিয়েছেন, ‘PIB Fact Check-এ জানা গিয়েছে যে খবরটি সম্পূর্ণ ফেক ৷ সরকারের তরফে এরকম কোনও যোজনা লঞ্চ করা হয়নি ৷ এরকম ফেক সাইট থেকে সাবধান থাকুন কারণ এই ভাবে আপনার ব্যক্তিগত তথ্য জোগার করছে প্রতারকরা ৷’
advertisement
advertisement
Claim: Govt has started a scheme named Rashtriya Sikshit Berojgar Yojana to provide relief package of Rs 50000 to all ration card holders#PIBFactCheck: No such scheme has been launched by Govt of India. Beware of such fake and fraudulent sites collecting your personal info/fees pic.twitter.com/RTawkuzmDK
— PIB Fact Check (@PIBFactCheck) May 2, 2020
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2020 9:27 PM IST