রেশন কার্ড থাকলে লকডাউনে পেয়ে যাবেন ৫০ হাজার টাকা ? জেনে নিন সত্যিটা

Last Updated:

শুধু তাই নয় বলা হয়েছে রেশন কার্ড হোল্ডারদের অনলাইনে এই টাকা ট্রান্সফার করা হবে ৷

#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন রকমের খবর বা ঘটনা ভাইরাল হতে থাকে ৷ তবে এর মধ্যে বেশ কিছু ঘটনা বা খবর ফেক হয়ে থাকে ৷ সম্প্রতি এরকমই একটি মেসেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ তাতে দাবি করা হয় যে কেন্দ্র সরকার Rashtriya Sikshit Berojgar Yojana নামে একটি স্কিম চালু করেছে ৷ এই যোজনায় সমস্ত রেশন কার্ডহোল্ডারদের ৫০০০০ টাকার রিলিফ প্যাকেজ দেওয়া হবে ৷ এর জন্য একটি লিঙ্কে গিয়ে রেজিষ্ট্রেশন করাতে হচ্ছে ৷ শুধু তাই নয় বলা হয়েছে রেশন কার্ড হোল্ডারদের অনলাইনে এই টাকা ট্রান্সফার করা হবে ৷
ভাইরাল হওয়া এই ফেক মেসেজে দাবি করা হয়েছে, প্রবীণ নাগরিক, বিধবা, কৃষক, দিনমজুর ও চাকরি নেই এরকম সকল রেশন কার্ডহোল্ডারদের এই টাকা ট্রান্সফার করা হবে ৷ এই স্কিম প্রথমে এলে প্রথমে পাবেন এই হিসেবে কাজ করবে ৷ এবং কেবল প্রথম ৪০০০০ জনকে এই সুবিধা দেওয়া হবে ৷
ভারত সরকারের পিআইবি-র তরফে এই খবরটি সম্পূর্ণ ফেক বলে জানানো হয়েছে ৷ PIB Fact Check আধিকারিক ট্যুইটে জানিয়েছেন, ‘PIB Fact Check-এ জানা গিয়েছে যে খবরটি সম্পূর্ণ ফেক ৷ সরকারের তরফে এরকম কোনও যোজনা লঞ্চ করা হয়নি ৷ এরকম ফেক সাইট থেকে সাবধান থাকুন কারণ এই ভাবে আপনার ব্যক্তিগত তথ্য জোগার করছে প্রতারকরা ৷’
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেশন কার্ড থাকলে লকডাউনে পেয়ে যাবেন ৫০ হাজার টাকা ? জেনে নিন সত্যিটা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement