Gold Investment: প্রিয়জনের জন্য উপহার তো বটেই, উৎসবের মরশুমে ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করা কতটা লাভজনক? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Digital Gold Investment: সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত চলা উৎসবের মরশুমে সোনায় বিনিয়োগ করে অধিকাংশ মানুষ। ডিজিটাল গোল্ড বিনিয়োগ তুলনামূলক ভাবে এক নতুন পন্থা।
কলকাতা: উৎসবের মরশুমে স্বর্ণ কেনা ভারতীয় ঐতিহ্য এবং পরম্পরার অঙ্গ। ফলে এই সময় ডিজিটাল সোনার চাহিদাও বৃদ্ধি পায়। আর সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত চলা উৎসবের মরশুমে সোনায় বিনিয়োগ করে অধিকাংশ মানুষ। ডিজিটাল গোল্ড বিনিয়োগ তুলনামূলক ভাবে এক নতুন পন্থা। এর মাধ্যমে অনলাইনে সোনা কেনা সম্ভব। আর ফিজিক্যাল গোল্ড কেনার তুলনায় এটা অত্যন্ত ভাল বিকল্প। ন্যূনতম ১ লক্ষ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যেতে পারে।
ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে বেশ বহুমুখী বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগের পোর্টফোলিও তৈরি করা সম্ভব। গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), গোল্ড মিউচুয়াল ফান্ড, গোল্ড ফিউচার্স কনট্র্যাক্টস এবং সোভেরিন গোল্ড বন্ড (এসজিবি)-এর মাধ্যমে ডিজিটাল সোনায় বিনিয়োগ করা যাবে। জেনে নিন উৎসবের মরশুমে ডিজিটাল সোনায় বিনিয়োগ করার উপকারিতা…
আরও পড়ুনঃ AePS স্ক্যাম থেকে বাঁচতে আধার কার্ড লক করেছেন? সঠিক নিয়ম জানেন? না হলে সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না
গোল্ড ইটিএফ:
advertisement
advertisement
স্বল্প মেয়াদ এবং মাঝারি মেয়াদের বিনিয়োগকারীদের জন্য গোল্ড ইটিএফ-এর ক্ষেত্রে দুর্দান্ত লিক্যুইডিটির সুবিধা পাওয়া যায়। সেলস, ওয়েলথ, সিকিউরিটি ট্র্যানজ্যাকশন অথবা ভ্যালু-অ্যাডেডের উপর কোনও রকম কর আরোপিত হয় না।
গোল্ড মিউচুয়াল ফান্ড:
গোল্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীকে ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে না। এটা ভাল ভাবে নিয়ন্ত্রিত আর সুরক্ষিত। আর এটা সবথেকে সহজবোধ্য।
advertisement
আরও পড়ুনঃ ঠাকুর দেখতে যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখুন এই কয়েকটি টিপস! রক্ষা পাবেন বড় বিপদ থেকে
গোল্ড ফিউচার্স কনট্র্যাক্টস:
যাঁরা এই মাধ্যমে বিনিয়োগ করতে চাইছেন, তাঁদের নিরাপত্তা এবং স্টোরেজ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই। এটা আবার শর্ট-সেলিংয়ের সুযোগও প্রদান করে।
সোভেরিন গোল্ড বন্ড (এসজিবি):
advertisement
এসজিবি বিনিয়োগের ক্ষেত্রে স্থায়ী বার্ষিক ২.৫% হারে সুদ পাওয়া যায়। আর এখানে বিনিয়োগে তেমন ঝুঁকিও থাকে না। কারণ এটি সরকার দ্বারা সমর্থিত। আর সবথেকে বড় কথা হল, সোভেরিন গোল্ড বন্ডের উপর মার্কেটের অস্থিরতার কোনও প্রভাব পড়ে না। আর মেয়াদপূর্তিতে ক্যাপিটাল-গেইনও ট্যাক্স-ফ্রি।
উৎসবে দারুণ উপহার হতে পারে ডিজিটাল গোল্ড:
advertisement
উৎসবের মরশুমে উপহারের আদান-প্রদান তো চলতেই থাকে। ফলে ডিজিটাল গোল্ড কিন্তু উপহার হিসেবে সত্যিই দুর্দান্ত! প্রিয়জনের জন্য ফিজিক্যাল গোল্ড ভাউচার উপহার হিসেবে কেনা যেতে পারে। আর যাঁকে উপহার দেওয়া হয়েছে, তিনি একটি নামকরা প্ল্যাটফর্মের মাধ্যমে পরে তা রিডিম করে নিতে পারেন। এর পাশাপাশি উপহার দেওয়ার জন্য ডিজিটাল গোল্ড ওয়ালেট বিকল্পও বেছে নিতে পারেন। যিনি উপহার পাচ্ছেন, এর মাধ্যমে তিনি সরাসরি ভাবে ডিজিটাল গোল্ড হোল্ডিং নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই প্রিয়জনকে উপহার দিতে কিনে নেওয়া যেতেই পারে ডিজিটাল গোল্ড।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 20, 2023 7:48 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Investment: প্রিয়জনের জন্য উপহার তো বটেই, উৎসবের মরশুমে ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করা কতটা লাভজনক? জানুন