কী এই Vishing যার মাধ্যমে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ?

Last Updated:

দেখে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন কী করে ?

#নয়াদিল্লি: Vishing এর মাধ্যমে অ্যাকাউন্ট থেকে খোয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ৷ কিন্তু কী এই Vishing ? এটি একটি নতুন পদ্ধতি যার মাধ্যমে আপনার ফোন থেকে ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে আপনার অজান্তেই ৷ এর মধ্যে ইউজার আইডি, লগইন ও ট্রানজাকশন পাসওয়ার্ড, ওটিপি (One Time Password), URN (Unique Registration number), কার্ড পিন, গ্রিন কার্ড ভ্যালু, CVV-র মতো গুরুত্বপূর্ণ তথ্য সামিল রয়েছে ৷ এছাড়া এখানে পার্সোনাল ডিটেল যেমন জন্মদিন, মায়ের নাম ইত্যাদিও রয়েছে ৷
সাইবার হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত চক্র নিজেদের ব্যাঙ্ক হিসেবে পেশ করে থাকে এবং সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের ব্যক্তিগত ও ব্যাঙ্কের তথ্য জেনে নেয় ৷ এরপর এই তথ্য ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা ৷ অ্যাকাউন্ট হোল্ডার যখন টের পাচ্ছেন তখন সব কিছু হাতের বাইরে চলে গিয়েছে ৷ আফসোস করার ছাড়া কিছুই করার থাকছে না ৷
advertisement
বেশিরভাগ সময় প্রতারকরা নিজেদের ব্যাঙ্ক আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন ৷ এরপর ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বা তাতে কিছু পরিবর্তন লাগবে জানিয়ে ব্যাঙ্ক ডিটেল জেনে নেয় ৷ ডিটেল জেনে নিয়ে ইউজারের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেয় বা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় ৷ আপনার কাছে এরকম ফোন কল এসে থাকলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক রিপোর্ট করুন ৷
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে একাধিকবার গ্রাহকদের সতর্ক করে জানানো হয়েছে, কোনও ব্যাঙ্ক আধিকারিক ফোন করে গ্রাহকদের ডিটেল জানতে চাইবে না ৷ ব্যাঙ্ক আধিকারিক হিসেবে ফোন করে যদি আপনার নাম, জন্মতারিখ বা অন্যান্য তথ্য জানতে চাওয়া হয় তাহলে বুঝবেন এটা ফ্রড কল ৷
ভুলেও কখনও ব্যাঙ্কের তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না ৷ অজানা লিঙ্কে ক্লিক করবেন না বা কোনও ফর্মে নিজের সম্বন্ধে তথ্য দেবেন না ৷ কোনও দরকার বা তথ্য বদলানোর থাকলে নিকটবর্তী শাখায় গিয়ে সেটি করবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কী এই Vishing যার মাধ্যমে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement