কী এই Vishing যার মাধ্যমে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন কী করে ?
#নয়াদিল্লি: Vishing এর মাধ্যমে অ্যাকাউন্ট থেকে খোয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ৷ কিন্তু কী এই Vishing ? এটি একটি নতুন পদ্ধতি যার মাধ্যমে আপনার ফোন থেকে ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে আপনার অজান্তেই ৷ এর মধ্যে ইউজার আইডি, লগইন ও ট্রানজাকশন পাসওয়ার্ড, ওটিপি (One Time Password), URN (Unique Registration number), কার্ড পিন, গ্রিন কার্ড ভ্যালু, CVV-র মতো গুরুত্বপূর্ণ তথ্য সামিল রয়েছে ৷ এছাড়া এখানে পার্সোনাল ডিটেল যেমন জন্মদিন, মায়ের নাম ইত্যাদিও রয়েছে ৷
সাইবার হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত চক্র নিজেদের ব্যাঙ্ক হিসেবে পেশ করে থাকে এবং সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের ব্যক্তিগত ও ব্যাঙ্কের তথ্য জেনে নেয় ৷ এরপর এই তথ্য ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা ৷ অ্যাকাউন্ট হোল্ডার যখন টের পাচ্ছেন তখন সব কিছু হাতের বাইরে চলে গিয়েছে ৷ আফসোস করার ছাড়া কিছুই করার থাকছে না ৷
advertisement
বেশিরভাগ সময় প্রতারকরা নিজেদের ব্যাঙ্ক আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন ৷ এরপর ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বা তাতে কিছু পরিবর্তন লাগবে জানিয়ে ব্যাঙ্ক ডিটেল জেনে নেয় ৷ ডিটেল জেনে নিয়ে ইউজারের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেয় বা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় ৷ আপনার কাছে এরকম ফোন কল এসে থাকলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক রিপোর্ট করুন ৷
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে একাধিকবার গ্রাহকদের সতর্ক করে জানানো হয়েছে, কোনও ব্যাঙ্ক আধিকারিক ফোন করে গ্রাহকদের ডিটেল জানতে চাইবে না ৷ ব্যাঙ্ক আধিকারিক হিসেবে ফোন করে যদি আপনার নাম, জন্মতারিখ বা অন্যান্য তথ্য জানতে চাওয়া হয় তাহলে বুঝবেন এটা ফ্রড কল ৷
ভুলেও কখনও ব্যাঙ্কের তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না ৷ অজানা লিঙ্কে ক্লিক করবেন না বা কোনও ফর্মে নিজের সম্বন্ধে তথ্য দেবেন না ৷ কোনও দরকার বা তথ্য বদলানোর থাকলে নিকটবর্তী শাখায় গিয়ে সেটি করবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2021 9:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কী এই Vishing যার মাধ্যমে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ?