সেনসেক্স কী জানেন? স্টক মার্কেটে বিনিয়োগের আগে এগুলো জানতেই হবে!

Last Updated:

Sensex: স্টক মার্কেটে বিনিয়োগের আগে জেনে নিতে হবে এই ব্যাপারগুলো।

কলকাতা: ভারতীয় স্টক মার্কেটের বিশাল ব্যাপ্তি। অত্যন্ত অস্থিরও। স্টক মার্কেটের প্রতিটা স্টকের উপর নজর রাখা এককথায় অসম্ভব। এখানেই সেনসেক্সের মতো সূচক বড় ভূমিকা নেয়।
বাজারের সেরা স্টকগুলি নিয়ে গঠিত সেনসেক্স স্টক মার্কেটের একটি নির্দিষ্ট সেক্টরের সম্পূর্ণ বা একটি অংশকে প্রতিনিধিত্ব করে। এটা বিনিয়োগকারীদের সময়োপযোগী বিনিয়োগ সিদ্ধান্ত নিতেও সাহায্য করে।
বিএসই সেনসেক্স কী: সেনসেক্স হল স্টক এক্সচেঞ্জের সূচক। বাজারের সবচেয়ে প্রাচীন সূচকগুলির একটি। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলির ৩০টি নির্বাচিত স্টক নিয়ে গঠিত।
advertisement
আরও পড়ুন- জমি, মাটির প্রয়োজন শেষ! হাওয়ায় হবে চাষ! ভারতে এই প্রযুক্তি তোলপাড় করবে
এই নির্বাচিত ৩০টি স্টক কয়েকটি বৃহত্তম কর্পোরেশনের অন্তর্গত এবং সবচেয়ে সক্রিয়ভাবে ব্যবসা করা স্টক। ৩০টি স্টকের তালিকা সংশোধন করার ক্ষমতাও রয়েছে বিএসই-এর হাতে। প্রতি বছরের জুন এবং ডিসেম্বরে সেনসেক্স গঠিত হয়।
advertisement
বাজারের গতিবিধি বোঝার জন্যে সেনসেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই বিনিয়োগকারীদের যুক্তিসঙ্গত বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অর্থনীতি ও শিল্পে উন্নয়নের সামগ্রিকতাও বোঝা যায়। যেমন সেনসেক্স যদি উর্ধ্বমুখী হয় তাহলে বিনিয়োগকারীরা আরও বেশি স্টক কিনতে পছন্দ করেন। কারণ অর্থনীতি যে বাড়ছে এটাই তার স্পষ্ট ইঙ্গিত।
সেনসেক্স কীভাবে গণনা করা হয়: ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন পদ্ধতির ভিত্তিতে সেনসেক্সের মান গণনা করা হয়। এর সূত্র হল – ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন = মার্কেট ক্যাপিটালাইজেশন*ফ্রি ফ্লোট ফ্যাক্টর।
advertisement
মার্কেট ক্যাপিটালাইজেশন হল কোম্পানির বাজার মূল্য। এটা গণনা করা হয় – বাজার মূলধন = শেয়ারের মূল্য/শেয়ার * কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ারের সংখ্যা।
আরও পড়ুন- খুব কাজের জিনিস, প্রভিডেন্ট ফান্ড ক্যালকুলেটর, বলে দেবে অবসরের পর কত টাকা পাবেন!
ফ্রি ফ্লোট ফ্যাক্টর হল একটি নির্দিষ্ট শতাংশ যা কোনও কোম্পানির দ্বারা জারি করা মোট শেয়ারকে বোঝায় এবং এই শেয়ারগুলি সাধারণ জনগণের ট্রেডিংয়ের জন্য সহজেই উপলব্ধ। অর্থাৎ যে শেয়ারগুলি প্রমোটার এবং সরকারি হোল্ডিংয়ের অন্তর্গত এবং পাবলিক ট্রেডিংয়ের জন্য উপলব্ধ নয় সেগুলি এই ফ্যাক্টরের অন্তর্ভুক্ত নয়।
advertisement
ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন নির্ধারণের পর সেনসেক্সের মান গণনা করার সূত্র হল – সেনসেক্স ভ্যালু = (মোট ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন/ বেস মার্কেট ক্যাপিটালাইজেশন) * বেস পিরিয়ড ইনডেক্স ভ্যালু। বেস ইয়ার হল ১৯৭৮-৭৯ এবং বেস ভ্যালু হল ১০০ সূচক পয়েন্ট।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সেনসেক্স কী জানেন? স্টক মার্কেটে বিনিয়োগের আগে এগুলো জানতেই হবে!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement