West Midnapore News: ধান চাষে মিলছে না লাভ! নতুন এই চাষে বিরাট লাভ চাষীদের

Last Updated:

West Midnapore News: বিকল্প আয়ের উৎস হিসেবে ধান চাষের জমিতে স্ট্রবেরি চাষ করছেন প্রান্তিক এলাকার কৃষকেরা।

+
স্ট্রবেরি

স্ট্রবেরি চাষ

পশ্চিম মেদিনীপুর: ধান চাষ করে মিলছে না লাভজনক দাম। চাষ করলে লাভের থেকে বিপরীতই হচ্ছে চাষীদের। তাই বিকল্প আয়ের উৎস হিসেবে ধান চাষের জমিতে স্ট্রবেরি চাষ করছেন প্রান্তিক এলাকার কৃষকেরা। যে কোনও মাটিতেই চাষ হচ্ছে বিদেশি স্ট্রবেরি।
বাজারে এর চাহিদাও ভালই। যা ধান চাষের থেকে বেশ কয়েক গুণ বেশি লাভজনক। পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকায় ধান চাষের প্রাধান্য বেশি। কিন্তু বর্তমানে ধান চাষের তুলনায় বিকল্প আয়ের দিকে ঝুঁকছেন চাষিরা। ধান চাষের জমিতেই স্ট্রবেরি চাষ করেছেন পিংলার এক যুবক সুব্রত মাহেশ। আর ধান চাষের থেকেই তিনি বার্ষিক বেশি রোজগার করছেন এই স্ট্রবেরি চাষ করে।
advertisement
জানা গিয়েছে, মূলত শীতকালীন ফসল এই স্ট্রবেরি। যা মূলত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের দিকে চারা গাছ রোপন করা হয়। এবং সেই চারা গাছ থেকে ফল পাওয়া যায় জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। এক একর জমিতে স্ট্রবেরি চাষ করতে খরচ হয় আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকা। উৎপাদিত স্ট্রবেরি বাজারে বিক্রি হয় আনুমানিক ১০ লক্ষ টাকায়।
advertisement
advertisement
অর্থাৎ খরচের থেকে দ্বিগুণ লাভ হয় স্ট্রবেরি চাষ করে।
সেক্ষেত্রে ধান চাষ করলে সেই লাভ মেলে না চাষীদের। তাই এই চাষে বেশি আগ্রহ। সুব্রত বলেন, যে কোন মাটিতেই এই চাষ করা যাবে। বিজ্ঞানসম্মত উপায়ে স্ট্রবেরি চাষ করলে লাভও দ্বিগুণ হবে। বার্ষিক আয়ের পরিমাণও বাড়বে। বর্তমানে পশ্চিম মেদিনীপুর কলকাতা-সহ জেলাতে স্ট্রবেরির চাহিদা বেশি। পাশাপাশি উৎপাদিত স্ট্রবেরি বিদেশেও রফতানি হয়। যার ফলে বাড়তি আয়ের মুখ দেখেন চাষিরা।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Midnapore News: ধান চাষে মিলছে না লাভ! নতুন এই চাষে বিরাট লাভ চাষীদের
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement