৩ মাসের খাটনি, সারা বছরের রোজগার! বাড়িতে বাড়িতে মহিলারা করেন এই কাজ, ট্রাই করতে পারেন আপনিও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছোট্ট একটি গ্রাম। হাতেগোনা কয়েকটি পরিবারের বসবাস। সারা বছর মুখিয়ে থাকে মাত্র কয়েকটা মাসের জন্য। কারণ কয়েকটা মাসের পরিশ্রমে তাদের গোটা বছরের রোজগার হয়।
পশ্চিম মেদিনীপুর: প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছোট্ট একটি গ্রাম। হাতেগোনা কয়েকটি পরিবারের বসবাস। সারা বছর মুখিয়ে থাকে মাত্র কয়েকটা মাসের জন্য। কারণ কয়েকটা মাসের পরিশ্রমে তাদের গোটা বছরের রোজগার হয়। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম রাখি বন্ধন। একে অপরকে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় সকলে। তবে সেই রাখির উপর বাঁধা বেশ কয়েকটি পরিবারের অর্থনীতি। বেশ কয়েক মাসে এই রাখি এনে দেয় তাদের রোজগার। স্বাভাবিকভাবে সারা বছরে মাত্র কয়েকটা মাসের জন্য সারা বছরের অপেক্ষায় থাকতে হয় তাদের। রাখি বানিয়ে বাজারে বিক্রি করে উপার্জন হয় এই গ্রামে। তাই গ্রামের নাম রাখি গ্রাম নামেই পরিচিত।
গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বছরে নির্দিষ্ট সময়ে তৈরি হয় রাখি। বিভিন্ন সুতো, পুতি, প্লাস্টিক দিয়ে তৈরি হয় নানা ধরনের রাখি। স্থানীয় বাজারের পাশাপাশি জেলার একাধিক বাজারে বিক্রি হয় এই সমস্ত রাখি। সম্পূর্ণ ব্যবসায়ী কেন্দ্রিক বাড়ির মহিলারা তৈরি করেন এই রাখিগুলো। বেশ কিছু সময় তাদের সঙ্গ দেন পুরুষেরা। তার থেকে উপার্জিত রোজগারে সারা বছর আয় নির্বাহ হয় পরিবারে। রাখির মরশুম এলে বেশ কয়েক মাসের টানা পরিশ্রম থাকে তাদের। আর এর থেকেই মেলে রোজগার। স্বাভাবিকভাবে এই গ্রামের একাধিক মানুষ রাখির উপর অর্থনৈতিক নির্ভরশীল। প্রতিদিন হাজার হাজার রাখি তৈরি ও বিক্রি হয় বলে এই গ্রামের নাম রাখিগ্রাম।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের কুচাইপুর গ্রাম। রাখি বন্ধন উৎসবের আগে এই গ্রামে ঢুকলে দেখা যাবে বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে নানা ধরনের রাখি। বাড়ির সাংসারিক কাজ সামলে মহিলারা বসে পড়েছেন রাখি তৈরিতে। রাখি তৈরি, প্যাকেটিং সবই করছেন তারা। বাড়ি থেকে কখনও পাইকারি আবার কখনও খুচরো বিক্রি হচ্ছে এই রাখি। স্বাভাবিকভাবে রাখি বন্ধন উৎসবের আগেই ব্যস্ততা থাকে এই গ্রামে। মহাজন মারফত কাজ পান বহু মানুষ। লক্ষাধিক টাকা রোজগার হয় এই রাখি তৈরি করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বাভাবিকভাবে মাত্র মাস দু’তিন মাসের জন্য গোটা একটা বছরের অপেক্ষা করতে হয় রাখি গ্রামের মানুষদের। বছরে এই নির্দিষ্ট সময়ে হয় উপার্জন। সারা বছরই অর্থনৈতিক রোজগার ও আদান প্রদান সামান্য কয়েক মাসেই। স্বাভাবিকভাবে গ্রামীণ মহিলাদের প্রতিভা এবং রাখি গ্রামের মানুষজনের ভাবনা চিন্তা, সৃজনশীলতা অবাক করে সকলকে।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 1:28 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩ মাসের খাটনি, সারা বছরের রোজগার! বাড়িতে বাড়িতে মহিলারা করেন এই কাজ, ট্রাই করতে পারেন আপনিও