West Bengal Lottery Result 2021: আজ কোন লটারির খেলা ? ঘরে বসেই জ্যাকপট জেতার দারুণ সুযোগ !

Last Updated:

Lottery Sambad 2021: এদিন বিকেল ৪টে-তে খেলা রয়েছে পশ্চিমবঙ্গ ডিয়ার বঙ্গভূমি ভাগিরথী (Dear Bangabhumi Bhagirathi) লটারির ৷

কলকাতা: করোনাকালে আর্থিক সমস্যায় পড়েছেন বহু মানুষ ৷ কারোর চাকরি নেই ৷ তো কারোর ব্যবসায় মন্দা চলছে বহু দিন ধরেই ৷ এই অবস্থায় আর্থিক অবস্থা স্থিতিশীল করতে অনেকের কাছেই ভরসা লটারির খেলা ৷ প্রতিদিনই বহু মানুষ লটারির টিকিট কিনছেন ৷ কেউ জিতছেন, তো কেউ আবার হারছেন ৷ ভাগ্যের খেলায় কেউ হন লাখপতি, তো কেউ অনেক টাকা লোকসানও করেন ৷ তবে ভাগ্য হঠাৎ সহায় হয় কী না, তা দেখতে একবার চান্স নিতে ক্ষতি কোথায় ৷ যাঁরা লটারির টিকিট কেনেন, তাঁরা অনলাইনে ফলাফল দেখতে পারেন। আজ, বৃহস্পতিবার ২৮ অক্টোবর (28 October Lottery) লটারির ফলাফল জানা যাবে lotterysambadresult.in ওয়েবসাইটে।
এদিন বিকেল ৪টে-তে খেলা রয়েছে পশ্চিমবঙ্গ ডিয়ার বঙ্গভূমি ভাগিরথী (Dear Bangabhumi Bhagirathi) লটারির ৷ একটি টিকিটের দাম মাত্র ৬ টাকা ৷ ভাগ্যবান প্রথম পুরস্কার বিজেতা পাবেন ৫০ লক্ষ টাকা ৷ দ্বিতীয় পুরস্কার ৯০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৫০০ টাকা ৷ আছে ২৫০ টাকার চতুর্থ এবং ১২০ টাকার পঞ্চম পুরস্কারও ৷ বিশেষ পুরস্কার হিসেবে একজন পাবেন ১০০০ টাকা ৷
advertisement
কীভাবে দেখবেন ডিয়ার বঙ্গভূমি ভাগিরথী লটারির ফলাফল:
১. গুগলের সার্চবক্সে গিয়ে lotterysambadresult.in এন্টার করুন ।
advertisement
২. ওয়েস্ট বেঙ্গল লটারি ওয়েবসাইটে খুলুন। “Dear Bangabhumi Bhagirathi 4 PM’-এ ক্লিক করুন ৷
৩. দেখুন আপনার টিকিট নম্বরে পুরস্কার পেলেন কি না। দেওয়া থাকবে লাকি বিজেতাদের নম্বরের তালিকা ৷
advertisement
সপ্তাহে কবে কোন লটারি খেলা হয় দেখে নিন:
1. রবিবার: Dear Bangasree Ichamati
2. সোমবার: Dear Bangalakshmi Teesta
3. মঙ্গলবার: Dear Bangalakshmi Torsha
4. বুধবার: Dear Bangabhumi Raidak
5. বৃহস্পতিবার: Dear Bangabhumi Bhagirathi
6. শুক্রবার: Dear Bangabhumi Ajay
advertisement
7. শনিবার: Dear Bangasree Damodar
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Bengal Lottery Result 2021: আজ কোন লটারির খেলা ? ঘরে বসেই জ্যাকপট জেতার দারুণ সুযোগ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement