Wedding in India: চলতি মাসের মধ্যেই দেশে ৪৮ লাখ বিয়ে! বার্ষিক খরচ টেক্কা দিতে পারে বাংলাদেশ-পাকিস্তানের জিডিপিকেও

Last Updated:

Bangladesh- Pakistan GDP: আগামিকাল, অর্থাৎ ১৬ ডিসেম্বর মোট ১৮টি বিয়ের তারিখ ছিল। শুধু বিয়েতে প্রায় ৬ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে। তাঁদের হিসাব অনুযায়ী, গত বছর এই সময়ে ৩৫ লক্ষ বিয়ের আসর বসেছিল।

বিয়ের খরচ কত জানেন?
বিয়ের খরচ কত জানেন?
ভারতে বিয়ের মরশুম সবে শুরু হয়েছে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেডার্সের (সিএআইটি)। এই সংস্থা জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই ভারতে প্রায় ৪৮ লাখ বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতীকী ছবি।
আগামিকাল, অর্থাৎ ১৬ ডিসেম্বর মোট ১৮টি বিয়ের তারিখ ছিল। সেই সংস্থার হিসাব মতে, শুধু বিয়েতে প্রায় ৬ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে। তাঁদের হিসাব অনুযায়ী, গত বছর এই সময়ে ৩৫ লক্ষ বিয়ের আসর বসেছিল। প্রতীকী ছবি।
advertisement
advertisement
আগামিকাল, অর্থাৎ ১৬ ডিসেম্বর মোট ১৮টি বিয়ের তারিখ ছিল। সেই সংস্থার হিসাব মতে, শুধু বিয়েতে প্রায় ৬ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে। তাঁদের হিসাব অনুযায়ী, গত বছর এই সময়ে ৩৫ লক্ষ বিয়ের আসর বসেছিল। প্রতীকী ছবি।
গত বছর ৩৫ লক্ষ বিয়ের আসর থেকে আয় হয়েছিল ৪.২৫ লক্ষ কোটি টাকার। এই বছর একই সময়ের মধ্যে বিয়ের দিনের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। শুধু দিল্লিতেই বসার কথা ছিল প্রায় ৪ লক্ষ বিয়ের আসর। প্রতীকী ছবি।
advertisement
গত বছর ৩৫ লক্ষ বিয়ের আসর থেকে আয় হয়েছিল ৪.২৫ লক্ষ কোটি টাকার। এই বছর একই সময়ের মধ্যে বিয়ের দিনের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। শুধু দিল্লিতেই বসার কথা ছিল প্রায় ৪ লক্ষ বিয়ের আসর। প্রতীকী ছবি।
ঘটনাচক্রে পাকিস্তানের ২০২৩ সালের জিডিপি ছিল ভারতীয় মুদ্রায় ২৮ লাখ ৪৬ হাজার কোটি টাকার। সংবাদমাধ্যম ফোর্বসের একটি সূত্র বলছে, গত বছর ২০২৩ সালে ৮০ লাখেরও বেশি বিয়ে হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ২০২৩ সালের জিডিপি ছিল ৩৬ লাখ ৮৪ হাজার কোটি টাকা। প্রসঙ্গত, গত বছর ভারতের জিডিপি ছিল ২৯৯ লক্ষ কোটি টাকা। (Image: Representative)
advertisement
ঘটনাচক্রে পাকিস্তানের ২০২৩ সালের জিডিপি ছিল ভারতীয় মুদ্রায় ২৮ লাখ ৪৬ হাজার কোটি টাকার। সংবাদমাধ্যম ফোর্বসের একটি সূত্র বলছে, গত বছর ২০২৩ সালে ৮০ লাখেরও বেশি বিয়ে হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ২০২৩ সালের জিডিপি ছিল ৩৬ লাখ ৮৪ হাজার কোটি টাকা। প্রসঙ্গত, গত বছর ভারতের জিডিপি ছিল ২৯৯ লক্ষ কোটি টাকা। (Image: Representative)
advertisement
১২ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর যদি ৬ লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়, তা হলে বার্ষিক হিসাবে মোট বিয়ে বাবদ দেশে খরচের পরিমাণ হিসাব করলে পাকিস্তানের জিডিপির থেকে বেশি হওয়ার সম্ভবনাই রয়েছে। প্রতীকী ছবি। Photo- Representative
১২ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর যদি ৬ লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়, তা হলে বার্ষিক হিসাবে মোট বিয়ে বাবদ দেশে খরচের পরিমাণ হিসাব করলে পাকিস্তানের জিডিপির থেকে বেশি হওয়ার সম্ভবনাই রয়েছে। প্রতীকী ছবি। Photo- Representative
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Wedding in India: চলতি মাসের মধ্যেই দেশে ৪৮ লাখ বিয়ে! বার্ষিক খরচ টেক্কা দিতে পারে বাংলাদেশ-পাকিস্তানের জিডিপিকেও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement