Wedding in India: চলতি মাসের মধ্যেই দেশে ৪৮ লাখ বিয়ে! বার্ষিক খরচ টেক্কা দিতে পারে বাংলাদেশ-পাকিস্তানের জিডিপিকেও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh- Pakistan GDP: আগামিকাল, অর্থাৎ ১৬ ডিসেম্বর মোট ১৮টি বিয়ের তারিখ ছিল। শুধু বিয়েতে প্রায় ৬ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে। তাঁদের হিসাব অনুযায়ী, গত বছর এই সময়ে ৩৫ লক্ষ বিয়ের আসর বসেছিল।
ভারতে বিয়ের মরশুম সবে শুরু হয়েছে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেডার্সের (সিএআইটি)। এই সংস্থা জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই ভারতে প্রায় ৪৮ লাখ বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতীকী ছবি।

advertisement
advertisement
আগামিকাল, অর্থাৎ ১৬ ডিসেম্বর মোট ১৮টি বিয়ের তারিখ ছিল। সেই সংস্থার হিসাব মতে, শুধু বিয়েতে প্রায় ৬ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে। তাঁদের হিসাব অনুযায়ী, গত বছর এই সময়ে ৩৫ লক্ষ বিয়ের আসর বসেছিল। প্রতীকী ছবি।

advertisement
গত বছর ৩৫ লক্ষ বিয়ের আসর থেকে আয় হয়েছিল ৪.২৫ লক্ষ কোটি টাকার। এই বছর একই সময়ের মধ্যে বিয়ের দিনের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। শুধু দিল্লিতেই বসার কথা ছিল প্রায় ৪ লক্ষ বিয়ের আসর। প্রতীকী ছবি।

advertisement
ঘটনাচক্রে পাকিস্তানের ২০২৩ সালের জিডিপি ছিল ভারতীয় মুদ্রায় ২৮ লাখ ৪৬ হাজার কোটি টাকার। সংবাদমাধ্যম ফোর্বসের একটি সূত্র বলছে, গত বছর ২০২৩ সালে ৮০ লাখেরও বেশি বিয়ে হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ২০২৩ সালের জিডিপি ছিল ৩৬ লাখ ৮৪ হাজার কোটি টাকা। প্রসঙ্গত, গত বছর ভারতের জিডিপি ছিল ২৯৯ লক্ষ কোটি টাকা। (Image: Representative)
advertisement

১২ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর যদি ৬ লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়, তা হলে বার্ষিক হিসাবে মোট বিয়ে বাবদ দেশে খরচের পরিমাণ হিসাব করলে পাকিস্তানের জিডিপির থেকে বেশি হওয়ার সম্ভবনাই রয়েছে। প্রতীকী ছবি। Photo- Representative
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2024 8:14 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Wedding in India: চলতি মাসের মধ্যেই দেশে ৪৮ লাখ বিয়ে! বার্ষিক খরচ টেক্কা দিতে পারে বাংলাদেশ-পাকিস্তানের জিডিপিকেও