টেলিকম সেক্টরের শেয়ারে ব্যাপক পতন ! ভোডাফোন, এয়ারটেলের কী হাল ? দেখে নিন
Last Updated:
#মুম্বই: টেলিকম শেয়ারে ব্যাপক হারে পতন ৷ বৃহস্পতিবার দুপুরের পর থেকেই টেলিকম সেক্টরের শেয়ারে পতন লক্ষ্য করা যায় ৷ ভোডাফোন আইডিয়ার শেয়ার ৯.৭৩ শতাংশ, তেজস নেটওয়ার্কস ৪.৫০ শতাংশ, ভারতী ইনফ্রাটেল ৪.২৬ শতাংশ এবং বিন্ধ্যা টেলিলিঙ্কসের শেয়ারের পতন হয় ১.৬২ শতাংশ ৷
অন্যদিকে স্টারলাইট টেকনোলজিস (১.৫৬ শতাংশ), রিলায়েন্স কমিউনিকেশনস (১.৪৩ শতাংশ, ভারতী এয়ারটেল (১.০৪ শতাংশ) এবং ITI (০.৬৭ শতাংশ) শেয়ারের পতন হয়েছে বৃহস্পতিবার ৷ সকাল ১১.৩১ মিনিটে S&P BSE Telecom index ১.৯৭ শতাংশ নিচে ৯৩০.৫০ ৷ বেঞ্চমার্ক NSE Nifty50 index ২৩.৬০ পয়েন্টস নিচে ১১,৫৮০.৫০ এবং BSE সেনসেক্স ৫০.৬৩ পয়েন্টে শেষ করে ৩৯,০০৮.২০ ৷ ভোডাফোন আইডিয়া, ইয়েস ব্যাঙ্ক, এনসিসি, এনবিসিসি, SAIL, অশোক লেল্যান্ড, BHEL, টাটা মোটর্স এবং IRCTC-র শেয়ার NSE-তে সবচেয়ে ভাল ফল করেছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2019 3:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টেলিকম সেক্টরের শেয়ারে ব্যাপক পতন ! ভোডাফোন, এয়ারটেলের কী হাল ? দেখে নিন