দীপাবলিতে ভোডাফোন গ্রাহকদের জন্য থাকছে গিফট ও মিষ্টি

Last Updated:

গ্রাহকদের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করতে দীপাবলিতে তাদের গিফট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন সংস্থা ৷

#নয়াদিল্লি: গ্রাহকদের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করতে দীপাবলিতে তাদের গিফট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন সংস্থা ৷ গিফটের পাশাপাশি দেওয়া হবে মিষ্টিও ৷
ভোডাফোন স্টোরে গিয়ে নিজের ভোডাফোন নম্বর বললেই আপনাকে গিফট ও মিষ্টি দেওয়া হবে ৷ ২৬ ও ২৮ অক্টোবর এই দু’দিনই গিফট দেওয়া হবে ৷
দিল্লি ও NCR-এর ৫২টি স্টোরে এই ভোডাফোনের তরফে এই অফার দেওয়া হচ্ছে ৷ সংস্থার বিজনেস হেড (দিল্লি-NCR) অপূর্ব মেহরোত্রা জানিয়েছেন, গ্রাহকদের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত করায় সংস্থার মূল উদ্দেশ্য ৷ তাই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কোম্পানি গ্রাহকদের তাদের প্রয়োজন মতো অফার ও প্রোডাক্টসও দেওয়া হবে গ্রাহকদের এই দীপাবলিতে ৷
advertisement
advertisement
তামিলনাড়ুতেও ভোডাফোন গ্রাহকদের জন্য থাকছে দীপাবলির এই স্পেশ্যাল অফার ৷ তামিলনাড়ুতে ২৫ ও ২৭ অক্টোবর এই অফার দেওয়া হচ্ছে ৷ সূত্রের অনুযায়ী, প্রায় ৬০টি স্টোর রয়েছে তামিলনাড়ুতে ৷ তামিলনাড়ুতে প্রায় ১৬ মিলিয়ান ভোডাফোন গ্রাহক রয়েছে ৷
তামিলনাড়ুর বিজনেস হেড এস মুরলি জানিয়েছেন, গ্রাহকদের অত্যাধুনিক পরিষেবা দেওয়ায় তাদের লক্ষ্য তাই এই দীপাবলিতে গ্রাহকদের দরকার মতো তাদের বেস্ট প্ল্যান দেওয়া হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দীপাবলিতে ভোডাফোন গ্রাহকদের জন্য থাকছে গিফট ও মিষ্টি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement