Viral: ১ প্লেট ম্যাগি ১৯৩ টাকা! দাম দেখেই চোখ কপালে! কিনতে গিয়ে মাথায় হাত
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Viral: বাইরে যা চল্লিশ-পঞ্চাশ টাকায় পাওয়া যায়, এয়ারপোর্টে সেটা ২৫০-৩০০ টাকায় পাওয়া যায়
নিউ দিল্লি: বিমানবন্দরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সাধারণ জিনিসের দামও দ্বিগুণ হয়ে যায়। বাইরে যা চল্লিশ-পঞ্চাশ টাকায় পাওয়া যায়, এয়ারপোর্টে সেটা ২৫০-৩০০ টাকায় পাওয়া যায়। এই কথা কমবেশি অনেকেই বলেন। আলু চিপসের প্যাকেটের জন্য আপনাকে ১০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে। সম্প্রতি সাংবাদিক ফারাহ খানও বিমানবন্দরের এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন।
ফারাহ খান টুইট করে বলেছেন, তাঁকে একটি চা এবং সিঙাড়ার জন্য মুম্বাই বিমানবন্দরে ৪৯০ টাকা দিতে হয়েছিল। একজন ইউটিউবার এর সঙ্গে এমনটাই হয়েছে। ওই ইউটিউবার বিমানবন্দরে ম্যাগি নুডলসের প্লেট কিনেছিলেন। কিন্তু সেই ম্যাগির দাম ২০-৫০ টাকা নয়, ১৯৩ টাকার ম্যাগি। এটা জানলে একজন সাধারণ মানুষ যেভাবে হতবাক হবেন, ওই ইউটিউবারও সেটা হয়েছিলেন।
advertisement
advertisement
I just bought Maggi for ₹193 at the airport
And I don’t know how to react, why would anyone sell something like Maggi at such an inflated price 🥲 pic.twitter.com/oNEgryZIxx
— Sejal Sud (@SejalSud) July 16, 2023
তিনি সঙ্গে সঙ্গে তাঁর টুইটার অ্যাকাউন্টে বিলটি শেয়ার করেন। এই বিলে স্পষ্ট দেখা গিয়েছে যে, তার কাছ থেকে এক প্লেট ম্যাগির জন্য ১৯৩ টাকা নেওয়া হয়েছে। ওই ইউটিউবার নিজের পোস্টে লেখেন, আমি বিমানবন্দর থেকে মাত্র ১৯৩ টাকায় ম্যাগি কিনেছি। কীভাবে রিঅ্যাক্ট করবেন বুঝতে পারছি না। কেউ কেন এত বেশি দামে ম্যাগি বিক্রি করবে?
advertisement
এখন ইউটিউব এই টুইটটি অনেক ব্যবহারকারীর নজরে আসে, তারপরে সবার ক্ষোভ বিমানবন্দর কর্তৃপক্ষের উপর পড়ে। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন যে আমার মনে হয় এই ম্যাগি বিমানের জ্বালানিতে তৈরি। একজন ব্যবহারকারী তাঁর অভিযোগে লিখেছেন যে একবার গোয়া থেকে বাড়ি ফেরার সময়, আমি ২৫০ টাকায় ম্যাগি কাপ নুডলস এবং ২০০ টাকায় আমের জুস কিনেছিলাম।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2023 8:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Viral: ১ প্লেট ম্যাগি ১৯৩ টাকা! দাম দেখেই চোখ কপালে! কিনতে গিয়ে মাথায় হাত