ভোডাফোন আইডিয়ার গ্রাহকদের জন্য সুখবর, কলকাতায় এবার ৫জি পরিষেবা চালু করল Vi

Last Updated:

Vi Launches 5G Services in Kolkata: কয়েকদিন আগে শিলিগুড়িতে Vi ৫জি পরিষেবা চালুর পর, এবার কলকাতা পশ্চিমবঙ্গের দ্বিতীয় শহর হিসেবে Vi-এর এই অত্যাধুনিক কানেক্টিভিটি উপভোগ করতে চলেছে।

কলকাতায় এবার ৫জি পরিষেবা চালু করল Vi
কলকাতায় এবার ৫জি পরিষেবা চালু করল Vi
কলকাতা: ভোডাফোন আইডিয়া (Vi) আগামিকাল, শুক্রবার থেকে কলকাতায় ৫জি পরিষেবা চালু করছে। কয়েকদিন আগে শিলিগুড়িতে Vi ৫জি পরিষেবা চালুর পর, এবার কলকাতা পশ্চিমবঙ্গের দ্বিতীয় শহর হিসেবে Vi-এর এই অত্যাধুনিক কানেক্টিভিটি উপভোগ করতে চলেছে। দেশব্যাপী একাধিক শহরে ৫জি সম্প্রসারণের অংশ হিসেবে, Vi যে ১৭টি প্রধান সার্কেলে ৫জি স্পেকট্রাম অর্জন করেছে, সেখানে পরিষেবা বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছে।
৫জি সম্প্রসারণের অংশ হিসেবে Vi ইতিমধ্যে মুম্বই, দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, মাইসুরু, নাগপুর, নাসিক, পুণে, চণ্ডীগড়, পাটনা, জয়পুর, সোনিপত, আহমেদাবাদ, রাজকোট, সুরাত, ভাদোদরা, ছত্রপতি শম্ভাজীনগর, মীরাট, মালাপ্পুরম, কোঝিকোড়, বিশাখাপত্তনম, তিরুমালা, মাদুরাই, আগ্রা, কোচি, তিরুঅনন্তপুরম, ইনদওর এবং শিলিগুড়িতে ৫জি পরিষেবা চালু করেছে।
advertisement
advertisement
কলকাতার Vi গ্রাহকদের, যাদের ৫জি-সক্ষম ডিভাইস রয়েছে, তাঁরা ৫ সেপ্টেম্বর থেকে Vi ৫জি পরিষেবা ব্যবহার করতে পারবেন। প্রাথমিক অফার হিসেবে Vi গ্রাহকদের জন্য ২৯৯ টাকা থেকে শুরু হওয়া প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা দিচ্ছে। এর ফলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন হাই-ডেফিনিশন স্ট্রিমিং, গেমিং, ভিডিও কনফারেন্সিং, দ্রুত ডাউনলোড এবং রিয়েল-টাইম ক্লাউড অ্যাক্সেস।
advertisement
ভোডাফোন আইডিয়ার বিজনেস হেড, কলকাতা ও রেস্ট অফ বেঙ্গল সার্কেল শোভন মুখোপাধ্যায় বলেন: ‘‘কলকাতায় Vi ৫জি পরিষেবা চালু করতে পেরে আমরা গর্বিত। সিটি অফ জয়-এ আমরা নিয়ে আসছি ভবিষ্যতের সংযোগব্যবস্থা। আমাদের অত্যাধুনিক ৫জি পরিষেবার সঙ্গে শক্তিশালী ৪জি মিলিয়ে, আমরা ব্যবহারকারীদের জন্য আরও বেশি বিকল্প এবং উন্নত অভিজ্ঞতা দিতে চাই। পশ্চিমবঙ্গ জুড়ে বাড়তে থাকা চাহিদা এবং ৫জি হ্যান্ডসেট ব্যবহারের সঙ্গে তাল মিলিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের ৫জি নেটওয়ার্ক বিস্তার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’
advertisement
কলকাতায় উন্নত ৫জি পরিষেবা প্রদান করতে, Vi নোকিয়ার সঙ্গে হাত মিলিয়ে আধুনিক ও শক্তি-সাশ্রয়ী পরিকাঠামো স্থাপন করেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সেলফ-অর্গানাইজিং নেটওয়ার্ক (SON) চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের কার্যক্ষমতা উন্নত করে তোলে।
advertisement
৫জি রোলআউটের পাশাপাশি, Vi কলকাতা ও রেস্ট অফ বেঙ্গল সার্কেলে তাদের ৪জি নেটওয়ার্ককেও উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। এর ফলে গ্রাহকরা আরও উন্নত কভারেজ, দ্রুততর ডেটা স্পিড এবং সামগ্রিকভাবে উন্নত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। ইনডোর কভারেজ মজবুত করতে, শুধুমাত্র কলকাতাতেই ২৪০০-র বেশি এবং রেস্ট অফ বেঙ্গল সার্কেলে ৫৪০০-র বেশি সাইটে ৯০০ মেগাহার্টজ স্পেকট্রাম মোতায়েন করেছে Vi। পাশাপাশি, কলকাতা ও রেস্ট অফ বেঙ্গল জুড়ে ৮৫০-রও বেশি নতুন সাইট স্থাপন করা হয়েছে। ২০২৪ সালের এপ্রিলে শুরু হয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত চলা এই আপগ্রেডে কলকাতায় নেটওয়ার্ক ক্ষমতা বেড়েছে ১৬ শতাংশ এবং রেস্ট অফ বেঙ্গলে ১৫ শতাংশ। শহর ও গ্রামের প্রতিটি প্রান্তে নিরবচ্ছিন্ন এবং উচ্চমানের কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে Vi-এর অঙ্গীকারকে আরও একবার দৃঢ় করেছে এই উদ্যোগ।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ভোডাফোন আইডিয়ার গ্রাহকদের জন্য সুখবর, কলকাতায় এবার ৫জি পরিষেবা চালু করল Vi
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement